Word Derby in Sports: ডার্বি...ডার্বি.....তো করেন, কিন্তু ডার্বির মানে ও ইতিহাস জানেন? জানুন!

Last Updated:
Word Derby in Sports: যে সকল মানুষ ক্রীড়া জগতের একটু আধটু খবর রাখেন তাঁরা অবশ্যই ‘ডার্বি’ কথাটার সঙ্গে মোটামুটি পরিচিত।
1/5
যে সকল মানুষ ক্রীয়া জগতের একটু আধটু খবর রাখেন তাঁরা অবশ্যই ‘ডার্বি’ কথাটার সঙ্গে মোটামুটি পরিচিত।
যে সকল মানুষ ক্রীয়া জগতের একটু আধটু খবর রাখেন তাঁরা অবশ্যই ‘ডার্বি’ কথাটার সঙ্গে মোটামুটি পরিচিত।
advertisement
2/5
কিন্তু জানেন কি ফুটবলে ডার্বি কথাটা কেন ব্যবহার করা হয়? না, শুধু ফুটবলে নয় ক্রিকেটর বা যে কোন ক্রীয়া ক্ষেত্রেই ডার্বি ব্যবহার করা যায়। তবে ফুটবলে, এই শব্দটা বেশি ব্যবহার করা হয়।কিন্তু জানেন কি ফুটবলে ডার্বি কথাটা কেন ব্যবহার করা হয়? না, শুধু ফুটবলে নয় ক্রিকেটর বা যে কোন ক্রীয়া ক্ষেত্রেই ডার্বি ব্যবহার করা যায়। তবে ফুটবলে, এই শব্দটা বেশি ব্যবহার করা হয়।
কিন্তু জানেন কি ফুটবলে ডার্বি কথাটা কেন ব্যবহার করা হয়? না, শুধু ফুটবলে নয় ক্রিকেটর বা যে কোন ক্রীয়া ক্ষেত্রেই ডার্বি ব্যবহার করা যায়। তবে ফুটবলে, এই শব্দটা বেশি ব্যবহার করা হয়।কিন্তু জানেন কি ফুটবলে ডার্বি কথাটা কেন ব্যবহার করা হয়? না, শুধু ফুটবলে নয় ক্রিকেটর বা যে কোন ক্রীয়া ক্ষেত্রেই ডার্বি ব্যবহার করা যায়। তবে ফুটবলে, এই শব্দটা বেশি ব্যবহার করা হয়।
advertisement
3/5
আসলে ডার্বি মানে হচ্ছে একই শহরের মূল প্রতিদ্বন্দ্বী দুটি দল যখন পরস্পরের মুখোমুখি হয় তখন তাঁকে ডার্বি বলা হয়। যেমন- রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ বা মোহনবাগান ও ইস্টবেঙ্গল যখন মুখোমুখি হয় তখন সেটিকে ডার্বি বলা হয়।
আসলে ডার্বি মানে হচ্ছে একই শহরের মূল প্রতিদ্বন্দ্বী দুটি দল যখন পরস্পরের মুখোমুখি হয় তখন তাঁকে ডার্বি বলা হয়। যেমন- রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ বা মোহনবাগান ও ইস্টবেঙ্গল যখন মুখোমুখি হয় তখন সেটিকে ডার্বি বলা হয়।
advertisement
4/5
প্রথম ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ১৮৬০ সালের ২৬ ডিসেম্বর। মুখোমুখি হয়েছিল শেফিল্ড FC ও হালাম FC। তবে, পাশ্চাত্যের দেশ থেকেই বাংলায় ডার্বি শব্দের আগমন হয়েছে তা নিশ্চিত।
প্রথম ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ১৮৬০ সালের ২৬ ডিসেম্বর। মুখোমুখি হয়েছিল শেফিল্ড FC ও হালাম FC। তবে, পাশ্চাত্যের দেশ থেকেই বাংলায় ডার্বি শব্দের আগমন হয়েছে তা নিশ্চিত।
advertisement
5/5
 বাংলায়, মোহনবাগান ও ইস্টবেঙ্গল যখন মুখোমুখি হয় তখন সেটিকে ডার্বি বলা হয়। যা নিয়ে বাঙালির উত্তেজনার শেষ নেই।
বাংলায়, মোহনবাগান ও ইস্টবেঙ্গল যখন মুখোমুখি হয় তখন সেটিকে ডার্বি বলা হয়। যা নিয়ে বাঙালির উত্তেজনার শেষ নেই।
advertisement
advertisement
advertisement