TRENDING:

Trending Video: প্লাস্টিকের প্যাকেটে ডাল-ভাত! গোগ্রাসে গিলছে ডেলিভারি বয়! তারপর? ভাইরাল ভিডিওতে দেখুন যা হল

Last Updated:

Trending Video: ওদের শ্রদ্ধা করুন। এই ছেলে প্রমাণ করে দিল জীবন কতটা কঠিন! দেখুন ভিডিও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লি:  জীবন এখন হাতের মুঠোয়। মানে আপনার হাতের মুঠো ফোনেই রয়েছে গোটা পৃথিবী। যা কিনতে চান ফোনে নির্দিষ্ট অ্যাপে গিয়ে ক্লিক করলেই পেয়ে যাবেন। আবার যা খেতে চান জ্যোমাটো বা সুইগি বা খাবারের অ্যাপে গিয়ে অর্ডার করলেই হল। চলে আসবে একেবারে আপনার ঘরে। আড্ডা দিতে দিতে মনে হল একটু চিকেন তন্দুরি হলে ভাল হয়। ঘড়িতে হয়ত তখন রাত দশটা, বাইরে তুমুল বৃষ্টি। আপনি কিছু না ভেবেই খাবার অর্ডার করলেন। বৃষ্টি মাথায় করে মিষ্টি হাসির বা গোমরা মুখের কেউ এসে খাবার আপনাকে পৌঁছে দিয়ে যাবেই। তারাই হল ডেলিভারি বয়। এই সব অ্যাপের দৌলতেই ডেলিভারি বয় শব্দটি এবং এই চাকরিটি সকলের জানা।
advertisement

তবে ডেলিভারি বয়রা মাঝে মধ্যেই খবরে আসেন। কখনও ভাল কারণে আবার কখনও খারাপ কারণে। কিছু দিন আগেই কাস্টমারের অর্ডার করা খাবার খেয়ে নিয়েছিলেন এক ডেলিভারি বয়। তার এই দোষে চাকরিও চলে যায়। আবার খাবার পৌঁছতে গিয়ে কুকুরের ভয়ে সাততলা থেকে ঝাঁপ দিতেও দেখা যায় এক ডেলিভারি বয়কে। তবে এবার যে কারণে জ্যোমাটোর ডেলিভারি বয় খবরে এসেছেন। তা দেখলে শ্রদ্ধায় মাথা নত হবে আপনার।

advertisement

সব সময় তাড়াহুড়ো করে গরম থাকতে থাকতে খাবার পৌঁছে দিতে হয় ডেলিভারি বয়দের। আর যদি সময় মতো না পৌঁছতে পারেন, তাহলেই কপালে জোটে নানা কথা। আপনি কী জানেন আপনার খাবার পৌঁছতে গিয়ে ছেলেটি নিজেই হয়ত খাবার সময় পায়নি। হ্যাঁ এটাই সত্যি। সম্প্রতি যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, এক জ্যোমাটো ডেলিভারি বয় একটি বিল্ডিংয়ের নীচে দাঁড়িয়ে। মোটরবাইকে রয়েছে জ্যোমাটো অর্ডার ডেলিভারির ব্যাগ। খিদেই পেট জ্বলছে। দ্বিতীয় অর্ডার ঢোকার আগেই খেয়ে নিতে হবে তাকে। ওই ছেলেটি একটি প্লাস্টিকের প্যাকেট থেকে ডাল-ভাত গোগ্রাসে গিলে নিচ্ছে। এদিক-ওদিক দেখে নিচ্ছে যাতে তাকে কেউ দেখতে না পায়।

advertisement

আরও পড়ুন:

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

এই ভিডিওটি শেয়ার করেছেন অনিশ শরণ। ট্যুইটারে এই ভিডিও শেয়ার হতেই ভাইরাল। বহু মানুষ এই ভিডিও শেয়ার করেছেন। সকলের একটাই কথা এই ছেলে সত্যিকারের হিরো। নিজে না খেয়ে মানুষকে খাবার পৌঁছে দিচ্ছে। অনেকে বলেছেন এবার থেকে দয়া করে ওদেরকে শ্রদ্ধা করুন। অনেকে লিখেছেন, দেখুন কতটা কঠিন ওদের জীবন। সামান্য দেরিতে খাবার এলেই আপনি মেজাজ দেন। আর সেই ছেলেটাই খাবার খেতে পায় না। দামি লোভনীয় খাবার পৌঁছে দিলেও নিজেকে খেতে হয় সামান্য ডাল-ভাত। ওটুকু জোটানোর জন্যই দিন রাত এক করে খাটছে ওরা। শ্রদ্ধায় মাথা নত করেছেন নেটিজেনরা।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Trending Video: প্লাস্টিকের প্যাকেটে ডাল-ভাত! গোগ্রাসে গিলছে ডেলিভারি বয়! তারপর? ভাইরাল ভিডিওতে দেখুন যা হল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল