ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের বোল্টন ফ্ল্যাটে। জানা গিয়েছে ওই মৃত ভাড়াটের নাম রবার্ট অল্টো। আর বাড়িটি হাউজিং কোম্পানি বোল্টনের মালিকানাধীন। যেখানে একসঙ্গে আঠারো হাজার ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে একটিতে রবার্ট ভাড়া থাকতেন। আর বর্তমানে শত ব্যস্ততার মাঝে কেউ কারও ততটা খোঁজ রাখে না। বাড়িওয়ালারাও নিয়মিত ভাড়া পেয়ে গেলে আর ভাড়াটিয়ার সম্পর্কে তেমন খোঁজ খবর রাখেন না। এঅ হাইজিং প্রোজেক্টেও ঘটেছে ঠিক তেমনই ঘটনা।
advertisement
সম্প্রতি গ্যাসের লাইন চেক করতে গিয়ে ঘরের বেল দীর্ঘক্ষণ বাজালেও কেউ খোলেনি। তারপর বাইরে থেকে চাবি দিয়ে খোলা হয় দরজা।আর ঘর থেকে উদ্ধার করা হয় ওই ভাড়াটিয়ার ব্যক্তির কঙ্কাল। কঙ্কাল দেখে বাড়িওয়ালা পুলিশকে খবর দেন। পুলিস গিয়ে কঙ্কালটি উদ্ধার করে ময়া তদন্তের জন্য পাঠায়। জানা গিয়েছে ২০১৭ সালেই মৃত্যু হয়েছে রবার্টের। অর্থাৎ ৬ বছর ধরে ঘরে ছিল দেহটি। যা পচন ধরে কঙ্কালে পরিণত হয়ে গিয়েছে। এমন ঘটনা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাউজিংয়ে।
আরও পড়ুনঃ Viral Video: বিকিনি পরে ‘জল রাক্ষস’-এর সঙ্গে জলকেলি, কী করে এমনটা সম্ভব, ভিডিও দেখে হতবাক সকলেই
দ্য ম্যানচেস্টার ইভিনিং নিউজের প্রতিবেদন অনুযায়ী বাড়িওয়ালা জানিয়েছেন,’গত ৬ বছর ধরে একটানা ভাড়া নিচ্ছিলেন তিনি। এ কারণে সন্দেহ ছিল না। অটো ডেবিটের মাধ্যমে ভাড়া হস্তান্তর হওয়ায় কোনও কিছুই মনে করিনি। তবে আশেপাশে বসবাসকারী অনেকেই বলেছেন যে তারা ৬ বছর ধরে রবার্টকে দেখেননি। কিন্তু রবার্টের যে মারা গিয়েছে তা স্বপ্নেও কল্পনা করতে পারিনি।’ তবে কী করে মৃত্যু হল এই ব্যক্তির তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।