আরও পড়ুন- অবিশ্বাস্য ফুটেজ! ঘুমন্ত স্ত্রীকে ট্রেনের সামনে ধাক্কা দিয়ে ফেলে দিলেন স্বামী
অপহরণ ও খুনের জন্য সুপারি নেওয়া দুষ্কৃতী হরিশ, নাগারাজু এবং মুগিলানকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হিমবন্ত কুমারের সঙ্গে অনুপল্লবীর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। মহিলার স্বামী নবীন কুমারকে মেরে ফেলার জন্য দুজনেই কয়েকজন গুণ্ডাকে ভাড়া করে। অনুপল্লবী ও তাঁর প্রেমিক গুণ্ডাদের অগ্রিম ৯০ হাজার টাকা দিয়েছিল এবং কাজ শেষ হলে ১.১ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। নবীনকে ২৩ জুলাই অপহরণ করে গুণ্ডারা তামিলনাড়ুতে নিয়ে যায় বলে অভিযোগ। কিন্তু সেখানে গুণ্ডাদের মন পরিবর্তন হয়, নবীনকে হত্যা না করে তাঁর সঙ্গে জমিয়ে মজা করে, পার্টি করে সময় কাটায় দুষ্কৃতীরা।
advertisement
আরও পড়ুন- হাতে ধরা জাতীয় পতাকা,চাকরিপ্রার্থীকে রাস্তায় ফেলে মার সরকারি আমলার, ভাইরাল ভিডিও
পার্টিতে নেশা করে নবীন মাতাল হয়ে শুয়ে পড়লে গুণ্ডারা তাঁর শরীরে টমেটো কেচাপ লাগিয়ে দেয় এবং তাঁর ছবি তুলে স্ত্রী অনুপল্লবী এবং তাঁর প্রেমিক হিমবন্তকে পাঠায়। এসব ছবি দেখে আতঙ্কিত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন প্রেমিক হিমবন্ত। অন্যদিকে, নবীনের বোন ভেবেছিলেন দাদা নিখোঁজ এবং বেঙ্গালুরুর পেনিয়া থানায় একটি মামলাও দায়ের করেন। কিন্তু নবীন নিজেই ঘরে ফিরে আসেন ৬ অগাস্ট।
পুলিশ নবীনকে জিজ্ঞাসা করে, এত দিন কোথায় ছিলেন তিনি। নবীন জানান, তাঁকে অপহরণ করা হয়েছিল, যার জন্য হিমবন্ত গুণ্ডাদের সুপারি দিয়েছিলেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে নবীনের স্ত্রী অনুপল্লবী এবং তার মা’ও এর সঙ্গে জড়িত। মা-মেয়ে ও তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।