আরও পড়ুন: দিল্লির কাছে হারের পরে শাস্তি হল সঞ্জু স্যামসনের, বিপাকে রাজস্থানের অধিনায়ক
আফ্রিকা মহাদেশের ঘানার এক ব্যক্তি গিনেস বুকে নাম তোলার জন্য এক ঘণ্টার মধ্যে ১১০০-এর বেশি গাছকে জড়িয়ে ধরে শিরোনামে এলেন। ২৯ বছর বয়সি ঘানার ছাত্র আবুবকর তাহিরু এমনই ঘটনা ঘটিয়েছেন। তাহিরু ছাত্র হলেও পরিবেশ কর্মী, অনেক দিন ধরেই পরিবেশ সংক্রান্ত নানা কাজে জড়িত আবুবকর তাহিরু।
advertisement
গিনেস বুকে নাম তোলার জন্য তাহিরু এক ঘণ্টার মধ্যে ১১২৩টি গাছকে আলিঙ্গন করেন। গিনেস বুকের সরকারি ওয়েবসাইট মতে, প্রতি মিনিটে জড়িয়ে ধরেছেন ১৯টি গাছকে। এই নজির গড়ার জন্য তাহিরু বেছে নিয়েছিলেন আমেরিকার টাসকেগি ন্যাশনাল ফরেস্টকে। এই নজির গড়ার জন্য একাধিক শর্ত মানতে হয়েছে তাহিরুকে। শর্ত ছিল, দু’হাত দিয়ে জড়িয়ে ধরতে হবে, কোনও গাছকে এক বারের বেশি জড়িয়ে ধরা যাবে না এবং কোনও গাছের যদি একটুও ক্ষতি হয় তা হলেই প্রতিযোগিকে বাতিল করা হবে।