TRENDING:

এই ভাবে সঞ্চয়েই বাড়বে ঐশ্বর্য, আনবে চিরসুখ

Last Updated:

বেশিরভাগ সময়েই আয়ের থেকে ব্যায় বেশি হয়ে থাকে ৷ আর সেই কারণেই চিন্তায় কাটে দিন ও রাত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বেশিরভাগ সময়েই আয়ের থেকে ব্যয় বেশি হয়ে থাকে ৷ আর সেই কারণেই চিন্তায় কাটে দিন ও রাত ৷ প্রতিনিয়ত প্রতিযোগিতার বাজারে কম বেশি সঞ্চয় সবাইকেই করতে হয় ৷ তবে সঞ্চয় করতে হলেও কিছু নিয়ম মেনে চলতে হয় ৷ সঠিক ভাবে কিছু নিয়ম মানলে আপনিও হতে পারেন ধনী ৷ জমাতে পারেন টাকা-পয়সা, যা সময়ে অসময়ে আপনার কাজে লাগতে পারে ৷
advertisement

প্রতিটি মানুষই বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত কেউ চাকরিজীবি তো কারোর ব্যবসা আছে ৷ তবে সঞ্চয়ের ব্যাপারে সবাইকেই সতর্ক থাকতে হয় ৷ বুঝে শুনেই আয় ও ব্যায়ের মধ্যে সমতা রক্ষা করতে হয় ৷

আমাদের একটি প্রচলিত ভুল ধারণা আছে সমস্ত খরচের পরে অবশিষ্ট অর্থই সঞ্চিত করা হয় ৷ যদি এমনটি করেন তবে কখনই জমবে না টাকা পয়সা বাড়বে না ঐশ্বর্য ৷ বহু অর্থনীতিবিদেরা মনে করে থাকেন আগে সঞ্চয় করতে হয়, সঞ্চয়ের পরে অবশিষ্ট অর্থ খরচ করুন ৷ দেখবেন এই অভ্যাস যদি একবার রপ্ত করতে পারেন আপনাকে কেউ আটকাতে পারবে না ৷

advertisement

সাংসারের নিত্যপ্রয়োজনীয় খরচকে অস্বীকার করা যায় না বা এড়িয়ে যাওয়াও সম্ভব নয় ৷ তাই সংসার খরচের টাকা আলাদা করে রাখুন তবে সঞ্চয়কে ক্ষতিগ্রস্ত করে নয় ৷ এখন একটু খরচ করুন ভবিষ্যতের জন্য তোলা থাকুক সুখ-স্বাচ্ছন্দ ৷

মনে রাখবেন কখনই আপনার আয়ের থেকে ব্যায় যেন বেশি না হয়ে থাকে ৷ আয়ের থেকে ব্যায়ের পরিমাণ যেন কোনও ভাবেই বেশি না হয়ে থাকে ৷ তাহলেই বাড়বে ভোগান্তি ৷ তাই নিজের পরিধি বুঝে খরচ বা ঋণ করুন ৷ ঋণ করবেন এমন কিছু যা অনায়াসেই যে কোনও সময়ে পরিশোধ করতে পারবেন ৷ তা না হলে চিরকালই অন্ধের হাতি দর্শন হবে ৷

advertisement

পরিবারের প্রয়োজনে অনেক সময়েই একটু ঝুঁকি নিতে হয় আমাদের বা পরিস্থিতি অনুযায়ী চলতে হয় ৷ তবে প্রতিকূল পরিস্থিতি কেটে যাওয়ার পরে আমাদেরকে শক্ত হাতে হাল ধরতে হবে তা নাহলে কিন্তু বিপদ হতে পারে ৷ একবার আপনি সঞ্চয়ের রাস্তা থেকে সরে গেলে ফিরে আসা খুব কঠিন ৷

সঞ্চয়ের পথে অনেক সময়ে বাধা হয়ে দাঁড়ায় বাজে খরচ ৷ খরচ করুন, তবে যে খরচ না করলেও চলে সেই খরচ থেকে নিজেকে সরিয়ে নিন ৷ এই খরচে সাময়িক তৃপ্তি হয়ত পেতে পারেন তবে ৷ অবসরে যদি ভেবে থাকেন বাজে খরচের অঙ্কের পরিমাণ এমনই যদি সেই খরচের সামান্যতম সঞ্চয় করতে পারতেন তাহলে লাভবান হতেন আপনিই ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উৎসবের মরশুমে শুরু হয়ে গেল বই পার্বণ! কোথায় হচ্ছে, কতদিন চলবে জানুন
আরও দেখুন

প্রতিদিনের জীবনে যদি কঠোর ভাবে এই নিয়মগুলি মেনে চলতে পারেন বাড়বে সঞ্চয় ৷ বাড়তি সঞ্চয়েই আপনি হয়ে উঠতে পারেন ধনী মানুষে ৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
এই ভাবে সঞ্চয়েই বাড়বে ঐশ্বর্য, আনবে চিরসুখ