প্রতিটি মানুষই বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত কেউ চাকরিজীবি তো কারোর ব্যবসা আছে ৷ তবে সঞ্চয়ের ব্যাপারে সবাইকেই সতর্ক থাকতে হয় ৷ বুঝে শুনেই আয় ও ব্যায়ের মধ্যে সমতা রক্ষা করতে হয় ৷
আমাদের একটি প্রচলিত ভুল ধারণা আছে সমস্ত খরচের পরে অবশিষ্ট অর্থই সঞ্চিত করা হয় ৷ যদি এমনটি করেন তবে কখনই জমবে না টাকা পয়সা বাড়বে না ঐশ্বর্য ৷ বহু অর্থনীতিবিদেরা মনে করে থাকেন আগে সঞ্চয় করতে হয়, সঞ্চয়ের পরে অবশিষ্ট অর্থ খরচ করুন ৷ দেখবেন এই অভ্যাস যদি একবার রপ্ত করতে পারেন আপনাকে কেউ আটকাতে পারবে না ৷
advertisement
সাংসারের নিত্যপ্রয়োজনীয় খরচকে অস্বীকার করা যায় না বা এড়িয়ে যাওয়াও সম্ভব নয় ৷ তাই সংসার খরচের টাকা আলাদা করে রাখুন তবে সঞ্চয়কে ক্ষতিগ্রস্ত করে নয় ৷ এখন একটু খরচ করুন ভবিষ্যতের জন্য তোলা থাকুক সুখ-স্বাচ্ছন্দ ৷
মনে রাখবেন কখনই আপনার আয়ের থেকে ব্যায় যেন বেশি না হয়ে থাকে ৷ আয়ের থেকে ব্যায়ের পরিমাণ যেন কোনও ভাবেই বেশি না হয়ে থাকে ৷ তাহলেই বাড়বে ভোগান্তি ৷ তাই নিজের পরিধি বুঝে খরচ বা ঋণ করুন ৷ ঋণ করবেন এমন কিছু যা অনায়াসেই যে কোনও সময়ে পরিশোধ করতে পারবেন ৷ তা না হলে চিরকালই অন্ধের হাতি দর্শন হবে ৷
পরিবারের প্রয়োজনে অনেক সময়েই একটু ঝুঁকি নিতে হয় আমাদের বা পরিস্থিতি অনুযায়ী চলতে হয় ৷ তবে প্রতিকূল পরিস্থিতি কেটে যাওয়ার পরে আমাদেরকে শক্ত হাতে হাল ধরতে হবে তা নাহলে কিন্তু বিপদ হতে পারে ৷ একবার আপনি সঞ্চয়ের রাস্তা থেকে সরে গেলে ফিরে আসা খুব কঠিন ৷
সঞ্চয়ের পথে অনেক সময়ে বাধা হয়ে দাঁড়ায় বাজে খরচ ৷ খরচ করুন, তবে যে খরচ না করলেও চলে সেই খরচ থেকে নিজেকে সরিয়ে নিন ৷ এই খরচে সাময়িক তৃপ্তি হয়ত পেতে পারেন তবে ৷ অবসরে যদি ভেবে থাকেন বাজে খরচের অঙ্কের পরিমাণ এমনই যদি সেই খরচের সামান্যতম সঞ্চয় করতে পারতেন তাহলে লাভবান হতেন আপনিই ৷
প্রতিদিনের জীবনে যদি কঠোর ভাবে এই নিয়মগুলি মেনে চলতে পারেন বাড়বে সঞ্চয় ৷ বাড়তি সঞ্চয়েই আপনি হয়ে উঠতে পারেন ধনী মানুষে ৷