বর্তমানে বাংলার এটি মাঘ মাস এরপরে ফাল্গুন একই সঙ্গে ইংরেজির ফেব্রুয়ারি (February 2022) চলছে মার্চের (March 2022) মাঝামাঝি পর্যন্ত ফাল্গুন মাস চলবে ৷ তাই এই সময়কে বিয়ের মরশুমও বলা যেতে পারে ৷ বিয়েবাড়ির এক একটি ভিডিও বারেবারে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে ৷ বিয়েবাড়ির আনন্দ এক আলাদা রকমের অনেক রাতিনীতি মেনেই চার হাত এক হয় সেই সূত্রেই বিয়ের নানান ঘটনা মনে দারুণ ভাবে দাগ কেটে যায় ৷
advertisement
আরও পড়ুন: Viral: সাত-সাতটা বিয়ের পরই খোলসা হল কনের আসল পরিচয়! Bollywood সিনেমাকেও হার মানাবে এই 'প্লট'...
বিশেষত বিয়েবাড়ির (Wedding Video) সমস্ত অতিথি, বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের কাছে সেই বিশেষ দিনটির নায়ক নায়িকা হলেন বরকনে তাঁদেরকে ঘিরে বিয়েবাড়ির প্রতিটি মুহূর্তই যেন আরও জমজমাট হয়ে ওঠে ৷ এমনিতেই বিয়েবাড়ির আনন্দ কয়েকগুণ হয়ে থাকে ৷ তারপরে যদি বিয়ে বাড়িতে বরবউয়ের এমন পারফরমেন্স পাওয়া যায় এর থেকেই আর কিছুই ভাল হতে পারেনা ৷ এই ভিডিওটি (Viral Video) মাত্র কয়েক দিনেই মধ্যে লাফিয়ে লাফিয়ে ভিউ সংখ্যা বেড়ে গিয়েছে এখানেই শেষ নয় পাল্লা দিয়ে বাড়ছে লাইক ও কমেন্টের ৷ একনজরে দেখে নেওয়া যাক ভিডিওটি (Have a look) ৷