TRENDING:

Knowledge Story: অযোধ্যায় উদ্বোধন হল রামমন্দির, তবুও আজও দেশে ফিরল না কৃত্তিবাসী রামায়ণের পাণ্ডুলিপি

Last Updated:

জানেন কি কৃত্তিবাসের হাতে লেখা রামায়ণের পাণ্ডুলিপি রয়েছে কোন দেশে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: ২২ জানুয়ারি মহাসমারহে করা হল অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন, বাঙালির প্রশ্ন কৃত্তিবাসী রামায়ণের পাণ্ডুলিপি কবে ফিরবে ফ্রান্স থেকে?  মহাসমারোহে উদ্বোধন হল অযোধ্যায় রাম মন্দির। অথচ বাঙালি তথা নদিয়াবাসীর আবেগ কবি কৃত্তিবাস রচিত রামায়ণের মূল পান্ডুলিপি আজও ফ্রান্সে। উপেক্ষা আর অবহেলায় লালিত কৃত্তিবাসী রামায়ণ রচয়িতার রচনাস্থল।
advertisement

ভারতের স্বাধীনতা লাভের অনেক আগেই আমাদের গর্বের, আবেগের কৃত্তিবাস ওঝার হাতে লেখা কৃত্তিবাসী রামায়ণ চলে গিয়েছিল ফরাসি ঔপনিবেশিকদের হাতে। ১৭৯৪ সালে ফ্রান্সের জাতীয় গ্রন্থাগার বিবলিওগ্রাফি থেকেন্যাশনালে এই পাণ্ডুলিপিটি ক্যাটালগে অন্তর্ভুক্ত করা হয়।

বর্তমানে ফুলিয়ায় বয়রার সংগ্রহশালায় কবি কৃত্তিবাস ওঝার হাতে রচিত রামায়ণের মূল পাণ্ডুলিপির মাইক্রোফিল্ম ও সেই পাণ্ডুলিপির ফটোকপি রক্ষিত রয়েছে। কিন্তু স্বাধীনতা লাভের ৭৬ বছর পরেও কেন্দ্রের কোনও সরকার আজ পর্যন্ত তৎপর হয়নি বাঙালির শিকড় কৃত্তিবাসের স্বহস্তে রচিত কৃত্তিবাসী রামায়ণ দেশে ফিরিয়ে আনার।উপেক্ষিতই থেকে গেল বাঙালির আবেগ!

advertisement

আরও পড়ুন – Sourav Ganguly and Sana: আর ইনটার্ন নয়, এবার সানার ‘পাকা চাকরি’ বাবা সৌরভকে বেতন পেয়ে কী গিফট দেবেন, জল্পনা তুঙ্গে

View More

পাশাপাশি রাজ্য সরকারের উদ্যোগে ১৯৬০ সালে কৃত্তিবাসের স্মরণে ফুলিয়ার বয়রায় একটি গ্রন্থাগার তথা কমিউনিটি হল তৈরি করেছিল রাজ্য সরকার।১৯৬৭ সালে গ্রন্থাগারটি খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। সেখানে ১৪ টি ভাষায় রামায়ণের অনুবাদ রয়েছে। আছে কৃত্তিবাসের স্বহস্তে রচিত রামায়ণের পান্ডুলিপির সেই ফটোকপি। বাংলা সাহিত্যের অন্যতম পথিকৃৎ, বাংলায় রামায়ণের রচয়িতা কৃত্তিবাস ওঝার স্মৃতিতে তৈরি সেই লাইব্রেরিও বর্তমানে অবহেলিত। লাইব্রেরির আশেপাশে নোংরা আবর্জনায় ভর্তি। অবহেলার চিহ্ন চারিদিকে।

advertisement

সপ্তাহে মাত্র দু’দিন, শুক্র ও শনিবার একজন গ্রন্থাগারিক খোলা রাখেন ঐ লাইব্রেরী ও সংগ্রহশালা। আরও একজন সপ্তাহে দু’দিন আসেন, কিন্তু এতকিছু বাইরে থেকে যারা আসেন তাদের পক্ষে জেনে আসা সম্ভব নয়। স্বাভাবিক ভাবেই কৃত্তিবাস নামাঙ্কিত গ্রন্থাগারটিতে রক্ষিত অমূল্য সব বই পড়তে গিয়ে নিরাশ হয়ে ফিরতে হয় গবেষক ও ছাত্র-ছাত্রীদের। প্রশ্ন উঠছে, তাহলে কি রাজ্য সরকারও উদাসীন বাঙালির এই আবাগের স্থানটি নিয়ে ?নাকি সবটাই শুধু রাজনীতি, বাঙালির আবেগ বা বাংলা ভাষার ঐতিহ্য ও গরিমা নিয়ে মাথাব্যাথা নেই কোনও সরকারের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Knowledge Story: অযোধ্যায় উদ্বোধন হল রামমন্দির, তবুও আজও দেশে ফিরল না কৃত্তিবাসী রামায়ণের পাণ্ডুলিপি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল