সেরকমই একটি ছবি বা ব্রেন টিজারের নাম ‘দ্য পাজলড ফক্স’৷ এই ছবিতে পশু ও মানুষের ১৬ টি মুখ লুকিয়ে আছে৷ আপনাকে খুঁজে পেতে হবে ওই মুখগুলি৷ মনে রাখুন, এটি আপনার মস্তিষ্ক ও মনের চর্চাই হয় না, ধরা পড়ে ধৈর্যের সীমাও৷
আপনি যদি ১৬ টি মুখ খুঁজে না পান, রইল কিছু ক্লু৷ ভাল করে খেয়াল করুন৷ বিড়ালের মুখেই দেখতে পাবেন শিয়ালের মুখ৷ তাকে ঘিরে আছে ঘোড়া ও ভেড়ার শাবক৷ গাছের শিকড়ের কাছে দেখতে পাবেন একটি ভেড়াকে৷ ছবির নীচের দিকে লুকিয়ে আছে বন্য শূকরের মুখ৷ গাছের শাখার কাছে শিয়ালের মুখের কাছে খুঁজে পাবেন দু’টি মানুষের মুখও৷ সেইসঙ্গে তিনটি মানুষের মুখ দেখতে পাবেন ছবির অন্য দিকে, গাছের উপরে৷
advertisement
আরও পড়ুন : প্রিম্যাচিওর ডেলিভারি থেকে ক্যানসার! অন্তঃসত্ত্বার স্মার্টফোন ব্যবহার মারাত্মক
আরও পড়ুন : চিটচিটে গরমেও ফুরফুরে চুল আর তকতকে ত্বক চাই? আপনার মুশকিল আসান কালোজামের রস
১৮৭২ সালে আমেরিকায় তৈরি হয়েছিল এই অপটিক্যাল ইলিউশনের ছবি৷ ১৫০ বছর পরও এই ছবি এখনও ধাঁধাঁ হেয়ালি খামখেয়ালীর সঙ্গী৷ রোজই আকর্ষণ করছে নিত্যনতুন ধাঁধাঁপ্রেমীদের৷ তবে নেটিজেনদের মত, এই ছবি থেকে সবক’টি মুখ খুঁজে বার করা বেশ কঠিন৷