TRENDING:

Lakshadweep : একটাও কুুকুর, সাপ নেই! ভারতের কোন রাজ্যে বলুন তো? অনেকেই জানেন না কিন্তু...

Last Updated:

Lakshadweep- দেশের একটি রাজ্য কিন্তু নিশ্চিন্ত। কারণ সেখানে রাস্তায় কোনও কুকুর নেই। আর সেই রাজ্যের নাম লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ ভারতের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : কুকুর নিয়ে তোলপাড় গোটা দেশ। আবার এক নতুন ইস্যু যেন! সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, দিল্লি ও সংলগ্ন এলাকায় কোনও পথকুকুর থাকতে পারবে না। তাদের সরিয়ে ফেলতে হবে। এরপর থেকেই দেশের মানুষ যেন দুই ভাগে বিভক্ত। একদল বলছেন, একেবারে সঠিক সিদ্ধান্ত। রাস্তায় অত্যধিক সংখ্যায় কুকুরের জন্য বাড়থে দুর্ঘটনার সংখ্যা। অন্যদল বলছে, রাস্তা শুধু মানুষের নয়। পথকুকুরদেরও বেঁচে থাকার অধিকার আছে।
News18
News18
advertisement

পরিস্থিতি যখন এতটাই জটিল, তখন দেশের একটি রাজ্য কিন্তু নিশ্চিন্ত। কারণ সেখানে রাস্তায় কোনও কুকুর নেই। আর সেই রাজ্যের নাম লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ ভারতের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রবালপ্রাচীর, সাদা-বালির সৈকত এবং স্ফটিক-স্বচ্ছ নীল জলের জন্য পরিচিত এই দ্বীপ।

আরও পড়ুন- ১৯৪৭ সালে সস্তা ছিল সবকিছু! ১ ডলারে পাওয়া যেত কত টাকা? সোনার দাম কত ছিল?

advertisement

অনেকেই হয়তো জানেন না, লাক্ষাদ্বীপই ভারতের একমাত্র ‘সাপমুক্ত’ জায়গা হিসেবেও চিহ্নিত। লাক্ষাদ্বীপে কোনও সাপ নেই।  লাক্ষাদ্বীপে রাস্তায় কোনও কুকুর নেই। বিশ্ব স্বাস্থ্য বলছে, লাক্ষাদ্বীপ জলাতঙ্কমুক্ত। পর্যটকরা চাইলেও লাক্ষাদ্বীপে কুকুর নিয়ে যেতে পারবেন না। সেখানে অবশ্য প্রচুর পরিমাণে বিড়াল রয়েছে। লাক্ষাদ্বীপের রাজ্য মাছ প্রজাপতি মাছ।

এবার জেনে নেওয়া যাক, দেশের কোন রাজ্যে পথকুকুরদের সংখ্যা সবচেয়ে বেশি?

advertisement

২০২৩ সালের নভেম্বরে অ্যানিমাল হাজবেন্ডারি দফতরের রিপোর্ট অনুযায়ী, ভারতে মোট ১ কোটি ৫৩ লক্ষ ৪ হাজার ৩৪৫টি পথ কুকুর রয়েছে। এই সংখ্য়া দেশের জনসংখ্যার প্রায় ১ শতাংশ৷ তবে ২০২৩ সালের পর সংখ্যাটা বেড়েছে নাকি কমেছে তা জানা যায়নি।

এই তালিকায় শীর্ষে উত্তরপ্রদেশ ৷ সেখানে পথ কুকুরের সংখ্যা ২০ লক্ষ ৫৯ হাজার ২৬১টি ৷ ওড়িশা ছিল দ্বিতীয় স্থানে।  সেখানে সংখ্যা ১৭ লক্ষ ৩৪ হাজার ৩৯৯ ৷ মহারাষ্ট্র তৃতীয় স্থানে (১২ লক্ষ ৭৬ হাজার ৩৯৯টি)। পশ্চিমবঙ্গ ৬ নম্বরে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Lakshadweep : একটাও কুুকুর, সাপ নেই! ভারতের কোন রাজ্যে বলুন তো? অনেকেই জানেন না কিন্তু...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল