১৯৪৭ সালে সস্তা ছিল সবকিছু! ১ ডলারে পাওয়া যেত কত টাকা? সোনার দাম কত ছিল? জানেন সেই যুগের রেটচার্ট?

Last Updated:
৭৮ বছর আগে স্বাধীনতা এসেছে ইতিমধ্যে তিন প্রজন্ম বদলেছে। বদলেছে জিনিসের দামও। আজকের দিনে যা রীতিমত দামি বলে ধরা হয়। সেই সময় টাকার হিসেব ধরলে তা রীতিমত সস্তা মনে হবে।
1/8
প্রতি বছর ১৫ অগাস্ট আমরা গর্বের সাথে ভারতের স্বাধীনতা দিবস উদযাপন করি, কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন কেন স্বাধীনতার তারিখটি ১৫ অগাস্ট হিসেবে বেছে নেওয়া হয়েছিল? Trending Independence GK Why is India Independence Day celebrated on 15th August Know the history behind it
একদিন আগেই গোটা দেশজুড়ে পালিত হল ৭৯তম স্বাধীনতা দিবস। ৭৮ বছর আগে ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়েছিল ভারত।
advertisement
2/8
অর্থনৈতিক অস্থিরতা এবং আর্থিক ব্যাঘাত একটি বিশেষভাবে রহস্যময় কোয়াট্রেন ‘কয়েন লেদার’ বলে একটি শব্দবন্ধ উল্লেখ করেছেন, যা বর্তমানে যাঁরা তাঁর মতের বর্তমান ব্যাখ্যা দিচ্ছে  বিশ্বাস করেন যে পৃথিবী জুড়ে আর্থিক অস্থিরতা বা অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তনের ইঙ্গিত দেয়। মুদ্রাস্ফীতি, ঋণ সংকট এবং ডিজিটাল মুদ্রার উত্থানের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক অনিশ্চয়তা বেশি। নস্ত্রাদামুসের ‘রাতারাতি ভাগ্য হারিয়ে গেছে’ সতর্কতা ২০২৫ সালে বাজারের সম্ভাব্য অস্থিরতা বা মুদ্রার উত্থানকে প্রতিফলিত করতে পারে।
তখন অবশ্য মানুষের আয় বেশি ছিল না। কিন্তু, সে বাজারে মাত্র ১ টাকাতেই হয়ে যেত গোটা সপ্তাহের বাজার! আর কোন কোন জিনিস পাওয়া যেত এমন দামে আজকের দিনে তা ভাবাই যায় না।
advertisement
3/8
Generated image
৭৮ বছর আগে স্বাধীনতা এসেছে ইতিমধ্যে তিন প্রজন্ম বদলেছে। বদলেছে জিনিসের দামও। আজকের দিনে যা রীতিমত দামি বলে ধরা হয়। সেই সময় টাকার হিসেব ধরলে তা রীতিমত সস্তা মনে হবে।
advertisement
4/8
গোল্ড ইটিএফ-এ বিনিয়োগ করা সস্তা এবং পরিষ্কার (স্বচ্ছ), যাতে সোনা চুরি বা বিশুদ্ধতার কোনও ঝুঁকি থাকে না। এটি যখন খুশি সহজেই কেনা বা বিক্রি করা যায়, তাই এতে অর্থের তারল্য বজায় থাকে। তবে, বাজারের ওঠানামা এবং ব্রোকারেজ ফি-এর মতো ঝুঁকি থাকতে পারে, তবে এগুলি সামান্য। বিনিয়োগের আগে বাজারের পরিস্থিতি ভালোভাবে বোঝা গুরুত্বপূর্ণ।
সোনা
মধ্যবিত্তের নাগাল থেকে ক্রমেই দূরে চলে যাচ্ছে এই হলুদ ধাতু। দাম বাড়তে বাড়তে আকাশ ছুঁয়েছে সোনা। সেই সময় অবশ্য ৮৮ টাকাতেই পাওয়া যেত এক তোলা সোনা। এখন সেই এক তোলা সোনার দামই প্রায় ৯৯ হাজার টাকা।
advertisement
5/8
প্রাচীনকালে মানুষ ঘিতে ভিজিয়ে খেজুর খেতেন এবং এর কথা আয়ুর্বেদেও পাওয়া গেছে। আয়ুর্বেদ অনুসারে, খেজুর এবং ঘি শক্তির ভাল উত্স এবং বিপাক বৃদ্ধি করে। এছাড়াও, আয়ুর্বেদ অনুসারে, ঘি কফ এবং বাত দোষকে প্রশমিত করার জন্য, উদ্বেগ এবং চাপ, অনিদ্রা থেকে মুক্তি এবং হাড়ের স্বাস্থ্যের জন্যও ভাল বলে মনে করা হয়।
ঘি
১৯৪৭ সালে আড়াই টাকায় প্রতি টাকায় মিলত ঘি। এখনকার বাজারে যা অবিশ্বাস্য। তেমনই মাত্র ১২ পয়সায় পাওয়া যেত এক কেজি দুধ!
advertisement
6/8
কিন্তু আগামী পাঁচ বছরে ৭ লক্ষ টন উচ্চ প্রোটিনযুক্ত গম কিনবে বাংলাদেশ। এই চুক্তির ফলে গম আমদানি কমতে পারে রাশিয়া থেকে। পাশাপাশি এই চুক্তির ফলে ট্রাম্পের মনও পাওয়া যাবে, এমনই ধারণা করছে বাংলাদেশের রাজনৈতিক মহল।
গম
এক টাকা দিয়ে তখন ২-৩ কেজি গম কেনা যেত। ওই একই দামে হাফ কেজি ঘিও পাওয়া যেত। ১ টাকাতেই পাওয়া যেত ১০ কেজি আলু। অর্থাৎ ১ টাকাতেই আপনি এক সপ্তাহের রেশন করে নিতে পারতেন।
advertisement
7/8
 সাইকেলএখন যেখানে সাইকেলের দাম কম করে ৬ থেকে ৯ হাজার টাকা তখন মাত্র ৯০ থেকে ১১০ টাকাতেই মিলত সাইকেল। তখন রাস্তায় স্কুটার বা বাইক বেশি দেখা যেত না। এছাড়াও, সে যুগে গাড়ি শুধুমাত্র রাজা-মহারাজা, বড় শিল্পপতি এবং বড় আইনজীবীরাই চড়তেন।
সাইকেল
এখন যেখানে সাইকেলের দাম কম করে ৬ থেকে ৯ হাজার টাকা তখন মাত্র ৯০ থেকে ১১০ টাকাতেই মিলত সাইকেল। তখন রাস্তায় স্কুটার বা বাইক বেশি দেখা যেত না। এছাড়াও, সে যুগে গাড়ি শুধুমাত্র রাজা-মহারাজা, বড় শিল্পপতি এবং বড় আইনজীবীরাই চড়তেন।
advertisement
8/8
 ডলার টাকার পার্থক্যসে যুগে ডলারের দাম আর টাকার দামের মধ্যে বেশি ফারাক ছিল না। ১ ডলারের দাম ছিল ৪ টাকা ৬ পয়সা। ১৯৮২ সালে তা বেড়ে দাঁড়ায় ০৯ টাকা ৪৬ পয়সা
ডলার টাকার পার্থক্য
সে যুগে ডলারের দাম আর টাকার দামের মধ্যে বেশি ফারাক ছিল না। ১ ডলারের দাম ছিল ৪ টাকা ৬ পয়সা। ১৯৮২ সালে তা বেড়ে দাঁড়ায় ০৯ টাকা ৪৬ পয়সা
advertisement
advertisement
advertisement