প্রাচীন অ্যাজটেকের ডেথ হুইসেল বা মৃত্যুর হুইসেলকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শব্দ বলে চিহ্ণিত করেছেন বিজ্ঞানীরা। অ্যাজটেক হলেন নেটিভ আমেরিকার বাসিন্দারা। দ্য গুগেনহেইম মিউজিয়াম ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী ১৬০০ শতকের গোড়ার দিকে স্প্যানিশ আক্রমণের আগে পর্যন্ত মেক্সিকের উত্তরে ছিল অ্যাজটেকজের বাস।
১৯৯০-এর দশকে মেক্সিকোতে একটি ঐতিহাসিক নিদর্শন পাওয়া যায়। যা ছিল এই শব্দের অর্থাত্ ওই মৃত্যু হুইসেলের সংরক্ষিত প্রতিরূপ বা রেপ্লিকা।
advertisement
তবে এই ডেথ হুইসেল কিন্তু আসলে একটি মড়ার মাথার খুলি। এই হুইসেলের ব্লু প্রিন্ট বিজ্ঞানীরা মাথার খুলির মতো দেখতে একটি বস্তু থেকে পান। সেইসঙ্গে ছিল একটি সম্পূর্ণ কঙ্কাল।
এই মড়ার মাথার খুলিতে ফুঁ দিলে একরকম ভয়ঙ্কর হাড়হিম করা শব্দ তৈরি হয়। খানিকট প্রচণ্ড জোরে আর্তনাদের মতো শোনায় এই শব্দ। এই শব্দকেই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শব্দকে বলে চিহ্নিত করা হয়েছে, জানা গিয়েছে ডিসকভারি থেকে।
আরও পড়ুন: অলস বলে বদনাম? গদিতে শুয়েই আয় করতে পারবেন ৯০,০০০ টাকা! জানেন কীভাবে?
দ্য অ্যাকশন ল্যাব হল বিশিষ্ট শিক্ষামূলক ইউটিউব চ্যানেল। এই চ্যানেলেও বিজ্ঞানের বহু কিছু পরীক্ষা করা হয়। সম্প্রতি এই চ্যানেলটিও অ্যাজটেক ডেথ হুইসেলের একটি 3D-প্রিন্ট প্রদর্শনি শেয়ার করেছে।