কৌশিকী অমবস্যায় (Kaushiki Amabsya 2022) আলোকামবস্যা ব্রত পালন করলে জীবন অত্যন্ত সুন্দর হয়ে থাকে ৷ অন্য অমাবস্যার থেকে ভাদ্র মাসের এই কৌশিকী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ বীরভূমের তারাপীঠে কৌশিকী অমাবস্যায় বিপুল পরিমাণে ভক্ত সমাগম হয়ে থাকে ৷ ফলত তারীপীঠ সংলগ্ন এলাকা এখন উৎসব মুখর ৷ ধর্মপ্রাণ মানুষ এই পুণ্যতিথিতে অন্নভক্ষণ করেন না বা ভাত খাননা ৷
advertisement
এই দিনে অত্যন্ত আজ অর্থাৎ শুক্রবার কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabsya 2022) শুরু হয়ে গিয়েছে ৷ আগামিকাল অর্থাৎ শনিবার ২৭ অগাস্ট বেলা ১.২৫ পর্যন্ত থাকবে অমাবস্যা যোগ ৷ ২৬ অগাস্ট যদি কোনও ব্যক্তি মৃত হন তিনি কোনও রকমের দোষ পাবেন না ৷ শুক্রবার বেলায় অমাবস্যা শুরু হয়েছে ৷ আর আগে পর্যন্ত চতুর্দশী তিথিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ৷ তারাপীঠের মাটিতেই মায়ের পাগল ছেলে বামদেব বা সাধক বামাক্ষ্যাপার সামনেই দশ মহাবিদ্যার দেবী মা তারার আবির্ভাব হয়েছিল ৷
আরও পড়ুন: কৌশিকী অমাবস্যায় তুমুল সংযোগ! ভক্তি ও শক্তি জীবনের নতুন ধারা সৃষ্টি করে
আরও পড়ুন: সামনেই কৌশিকী অমাবস্যা, কত ক্ষণ থাকবে এই পুণ্যতিথি, জানুন
কৌশিকী অমবস্যায় (Kaushiki Amabsya 2022) সিদ্ধিলাভ করেছিলেন বামাক্ষ্যাপা ৷ আজকের দিনে দেবী কৌশিকী শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন তারপর থেকেই এই অমাবস্যার নাম হয় কৌশিকী অমাবস্যা ৷ সব থেকে বড় কথা আজকের দিনে কোনো ব্যক্তির মৃত্যু হলে তিনি কোনও দোষ পাবেন না ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করে তবেই জীবনে ব্যবহারিক প্রয়োগ করুন ৷