TRENDING:

World's Richest Family: ৪০৭৮ কোটি টাকার প্রাসাদ, ৭০০-র বেশি গাড়ি, ৮ টা জেট! বিশ্বের ধনীতম এই পরিবারের সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে!

Last Updated:

World's Richest Family: সারা বিশ্বের খনিজ তেলের ভাণ্ডারের ৬ শতাংশের মালিক এই পরিবার৷ ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল ক্লাব এবং একাধিক বিশ্বখ্যাত সংস্থার শেয়ারও তাঁদেরই নামে মালিকানাধীন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রূপকথাকেও যেন হার মানাবে দুবাইয়ের আল নাহইয়ান পরিবারের জীবনযাপন৷ রাজকীয় এই পরিবারের মালিকানায় আছে ভারতীয় মুদ্রায় ৪০৭৮ কোটি টাকার প্রেসিডেন্সিয়াল প্যালেস৷ যার আয়তন তিনটে পেন্টাগনের সমান৷ ‘জিকিউ ইন্ডিয়া’ সাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই পরিবারের কাছে আছে ৮ টা প্রাইভেট জেট এবং বিশ্বের ধনীতম ফুটবল ক্লাব৷ সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়াদ আল নাহইয়ান এই পরিবারের কর্তা৷ তাঁর ১৮ জন ভাই এবং ১১ জন বোন পরিবারের অন্যতম সদস্য৷ এছাড়াও আছে ৯ জন সন্তান এবং ১৮ জন নাতিনাতনি৷
রূপকথাকেও যেন হার মানাবে দুবাইয়ের আল নাহইয়ান পরিবারের জীবনযাপন
রূপকথাকেও যেন হার মানাবে দুবাইয়ের আল নাহইয়ান পরিবারের জীবনযাপন
advertisement

সারা বিশ্বের খনিজ তেলের ভাণ্ডারের ৬ শতাংশের মালিক এই পরিবার৷ ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল ক্লাব এবং একাধিক বিশ্বখ্যাত সংস্থার শেয়ারও তাঁদেরই নামে মালিকানাধীন৷ গায়িকা রিহান্নার প্রসাধনী ব্র্যান্ড থেকে শুরু করে এলন মাস্কের স্পেস এক্স-সব জায়গাতেই তাঁদের শেয়ার রয়েছে৷

এই পরিবারের সদস্য শেখ হামাদ বিন হামদান আল নাহইয়ানের গাড়ির সংখ্যা ৭০০-র বেশি৷ তাঁর গাড়িশালে পর পর সাজানো আছে পৃথিবীর বৃহত্তম এসইউভি, ৫টি বুগাত্তি ভেরঁ, একটি ল্যাম্বরগিনি রেভেন্টন, একটি মার্সিডিজ বেঞ্জ সিএলকে জিটিআর, একটি ফেরারি ৫৯৯এক্সএক্স এবং ম্যাকল্যারেন এমসি ১২৷

advertisement

সংযুক্ত আরব আমিরশাহীতে একাধিক প্রাসাদ আছে এই পরিবারের৷ সেগুলির মধ্যে তাঁদের নিয়মিত বাসভবন হল আবুধাবিতে কাসর আল ওয়াতন প্রেসিডেন্সিয়াল প্যালেস৷ ৯৪ একর জমিতে বিস্তৃত এই প্রাসাদের বৈশিষ্ট্য এর গম্বুজ৷ প্রাসাদে সংরক্ষিত অসংখ্য ঐতিহাসিক শিল্পকর্মের মধ্যে অন্যতম ৩ লক্ষ ৫০ হাজার স্ফটিকে তৈরি ঝাড়লণ্ঠন৷

প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়াদ আল নাহইয়ানের ভাই তাহনাউন বিন জায়েদ আল নাহইয়ান পরিবারের প্রধান বিনিয়োগ সংস্থার দেখাশোনা করেন৷ গত ৫ বছরে এই সংস্থার বাজারমূল্য বৃদ্ধি পেয়েছে প্রায় ২৮ হাজার শতাংশে৷ বর্তমানে ২৩৫ বিলিয়ন ডলার মূল্যের এই সংস্থার অধীনে আছে কৃষি, শক্তি, বিনোদন এবং সমুদ্র সংক্রান্ত বহু ব্যবসা৷ তাঁদের অধীনে কর্মরত রয়েছেন অগণিত কর্মী৷

advertisement

আরও পড়ুন : শীতের দিনে এই ‘বিশেষ’ সময়ে খান রুটি-গুড়! পালাবে সর্দিকাশি, পেটের রোগ

সংযুক্ত আরব আমিরশাহী ছাড়াও প্যারিস ও লন্ডনে তাঁদের নামে আছে বিলাসবহুল সম্পত্তি৷ এই পরিবারেরই এক পূর্বপুরুষের নামে ইংল্যান্ডের অভিজাততম এলাকায় বিস্তৃত জমি ছিল বলে তাঁকে বলা হত ‘লন্ডনের জমিদার’ বা ‘ল্যান্ডলর্ড অব লন্ডন’৷ ২০১৫ সালে নিউ ইয়র্কারে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে দুবাইয়ের এই রাজ পরিবারের যা বিত্ত ও সম্পত্তি রয়েছে তা অচিরেই তুলনা করা যায় ব্রিটিশ রাজপরিবারের সম্পদের সঙ্গে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রবি ফসল চাষে আরও বাড়বে লাভ! শুধু মানতে হবে বিশেষজ্ঞের 'এই' কয়েকটি টিপস
আরও দেখুন

আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়াদ আল নাহইয়ানের সংস্থা আবুধাবি ইউনাইটেড গ্রুপ ২০০৮ সালে ভারতীয় মুদ্রায় ২১২২ কোটি টাকায় কিনে নেয় গ্রেট ব্রিটেনের নামী ফুটবল ক্লাব ম্যাঞ্চেস্টার সিটি-কে৷ বিশ্বের আরও একাধিক নামীদামী ফুটবল ক্লাবের অধিকাংশ মালিকানা রয়েছে এই পরিবারেরই নামে৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
World's Richest Family: ৪০৭৮ কোটি টাকার প্রাসাদ, ৭০০-র বেশি গাড়ি, ৮ টা জেট! বিশ্বের ধনীতম এই পরিবারের সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল