বিয়ের সাজে সাজানো হচ্ছিল যে কিশোরীকে, সে আসলে মাত্র দশম শ্রেণির ছাত্রী অর্থাৎ নাবালিকা। খবর পেয়ে তৎক্ষণাৎ নড়েচড়ে বসে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লক প্রশাসন ও চাইল্ড প্রোটেকশন ইউনিট। সঙ্গে ছিল মন্তেশ্বর থানার পুলিশও।সোমবার প্রশাসনের একটি টিম পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের মাঝডাঙ্গা গ্রামের সেই বাড়িতে হানা দেয়।
ভাল করে ইংরেজি বলতে পারেন না? এই টিপসগুলো মানলেই ঘরে বসে তুখোড় ‘ইংলিশ’ বলবেন এবং লিখবেন!
advertisement
কিশোরীর পরিবারের সঙ্গে কথা বলেন বিডিও সঞ্জয় দাস ও চাইল্ড প্রোটেকশন অফিসাররা। বোঝানহয় বাল্যবিবাহের বিপদ, এর ভবিষ্যৎ পরিণতি এবং আইনগত বিষয়বস্তু। শেষমেশ পরিবার তাদের ভুল বুঝতে পারে এবং মেয়ের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার প্রতিশ্রুতি দেয়।
এই ঘটনায় শুধুই একটি বিয়ে বন্ধ হয়নি, রক্ষা পেয়েছে একটি কিশোরীর ভবিষ্যৎ। স্থানীয়রা প্রশাসনের এই তৎপরতাকে কুর্নিশ জানিয়েছেন। চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফ থেকেও জানান হয়েছে, আগামী দিনে এমন সচেতনতা অভিযান আরও জোরদার করা হবে।
বনোয়ারীলাল চৌধুরী