অনিরুদ্ধ দেবগন একজন কম্পিউটার বিজ্ঞানী। আর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) দিল্লির প্রাক্তন ছাত্র। মজার বিষয় হচ্ছে, অনিরুদ্ধ দেবগনের শৈশব কেটেছে আইআইটি ক্যাম্পাসেই। আসলে তাঁর বাবা ছিলেন আইআইটি-র অধ্যাপক। দিল্লি পাবলিক স্কুলে পড়াশোনা করেছেন অনিরুদ্ধ। এর পর আইআইটি দিল্লিতে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং পড়েছেন তিনি।
advertisement
আইআইটি-র পাঠ শেষে মার্কিন মুলুকে পাড়ি দেন অনিরুদ্ধ। সেখানে কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর পাঠ নেন। পিএইচডি-ও করেন। এর পর বিখ্যাত আইটি সংস্থা আইবিএম-এ শুরু হয় তাঁর কর্মজীবন। এক দশকেরও বেশি সময় সেখানে কাজ করার পরে অনিরুদ্ধ যোগ দেন ম্যাগমা ডিজাইন অটোমেশনে। এর পর ২০১৭ সালে তাঁর কেরিয়ারে এক বড় মোড় আসে। কেডেন্সে যোগ দেন তিনি। অবশেষে ২০২১ সালের ডিসেম্বর মাসে ওই সংস্থার সিইও হিসেবে নিযুক্ত হন।
এর ফলে অনিরুদ্ধ দেবগনের প্যাকেজ গিয়ে দাঁড়ায় ২২০০ কোটি টাকায়। মূল বেতনের ১২৫ শতাংশের টার্গেট বোনাস-সহ বেতন ছিল ৭২৫০০০ ডলার। এর পাশাপাশি ১৫ মিলিয়ন ডলার সমমূল্যের একটি প্রোমোশন অনুদান স্টকের বিকল্পও দেওয়া হয়েছিল তাঁকে। এমনকী ওই বছরই ফিল কফম্যান পুরস্কারেও ভূষিত হয়েছিলেন অনিরুদ্ধ।
salary.com-এর তথ্য বলছে, ২০২২ সালে কেডেন্সের চেয়ারম্যান এবং সিইও হিসাবে তাঁর বার্ষিক বেতন ছিল ৩২২১৬০৩৪ ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২ বিলিয়ন ৬৮ লক্ষ টাকা। হিসেব করলে দেখা যাবে যে, অনিরুদ্ধ প্রতিদিন প্রায় ৭৩ লক্ষ টাকা আয় করেন।