সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বের করব আমরা! আপাতত যে ছবিটা চোখের সামনে দেখা যাচ্ছে, সেটা তুলে ধরেছে এক জোড়া কুমিরের সিল্যুয়েট। তারা হাঁ করে আছে, বেশ দেখা যাচ্ছে তাদের বড় ধারালো দাঁত। আর এখান থেকেই তৈরি হচ্ছে রহস্য। ছবিতে কি শুধু জোড়া কুমিরই আছে? না কি কুমিরগুলোর হাঁয়ের মাঝে ভাল করে তাকালে চোখে পড়বে একটা ঈগলও? যাই চোখে পড়ুক, সেটাই বলে দেবে আমাদের স্বভাবের এক লুকানো দিক সম্পর্কে!
advertisement
বলা হচ্ছে, যাঁরা আগে কুমির দেখবেন, তাঁদের স্বভাব না কি আক্রমণাত্মক ধরনের, তাঁরা সব সময়েই যে কোনও মূল্যে একটা পোক্ত সম্পর্কের জন্য অপেক্ষা করে থাকেন। অন্য দিকে, যাঁরা দেখবেন ঈগল, তাঁরা সচরাচর বেশ গর্বিত স্বভাবের মানুষ, চারপাশে থাকা সবাইকেই এঁরা দমিয়ে রাখতে পছন্দ করেন।
তবে হ্যাঁ, মাথায় রাখা দরকার, এই ধরনের পার্সোনালিটি টেস্ট আদতে খেলা বই কিছু নয়। অবশ্য কোনও নেতিবাচক দিক যদি মিলেও যায়, তাহলে তা শুধরে নেওয়াই উচিত হবে না কি?