এটা ঠিক যে বাজারে জাল পাসপোর্ট ছেয়ে গিয়েছে মুড়ি-মুড়কির মতো। তাদের মধ্যে কোনটা আসল আর কোনটা নকল তফাত করাই দায়। এ যেন ঠিক খড়ের গাদায় ছুঁচ খোঁজার কাজ।
তবে এখানে জাল পাসপোর্টের স্তূপ নেই। আছে কেবল তিনটে পাসপোর্ট। তার মধ্যে জাল পাসপোর্ট কেবল একটা। সেটাই খুঁজে বের করতে হবে আমাদের। শর্ত একটাই- ৯ সেকেন্ডের বেশি সময় নেওয়া যাবে না।
advertisement
আরও পড়ুন- মাত্র আঠাশেই ফোর্বস তালিকায় দ্বিতীয় এই যুবতী! ধনদৌলতের পাশাপাশি ঈর্ষণীয় তাঁর ফিটনেসও
সেকেন্ড ধরে বুদ্ধিমত্তা মাপার খেলা হালে সোশ্যাল মিডিয়ায় এবং নেটদুনিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এদের মধ্যে অন্যতম হল অপটিক্যাল ইলিউশন। একই রকম অনেক কিছু পর পর সাজানো, খুঁজে বের করা সেই ভিড়ে হারিয়ে থাকা আলাদা একটা কিছু। তবে এবার যে পাসপোর্টের ধাঁধা আমাদের সামনে এসেছে, তাকে ঠিক অপটিক্যাল ইলিউশনের দুনিয়ায় ফেলা যাবে না।
যদিও কার্যকারিতা একই- বুদ্ধি এবং একাগ্রতা মেপে নেওয়া। সেই জন্যই বেঁধে দেওয়া হয়েছে এই ৯ সেকেন্ডের গণ্ডি।
কাজটা এমন কিছু কঠিন নয়। কেন না, পাসপোর্ট বলতে আমরা যা বুঝি, এখানে সেরকম কিছু তথ্যবহুল ছবি নেই। পাসপোর্টের পাতায় যেখানে লেখা থাকে, সেখানে কেবল কয়েকটা দাগ টানা। আর ছবির জায়গায় হাতে আঁকা তিন মুখ।
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টিকটকে এই যে তফাত ধরার খেলাটা পোস্ট করা হয়েছে, সেই পাসপোর্টে দেখা যাচ্ছে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, একজন নারী এবং একজন টিনএজারের মুখের ছবি। কীভাবে বোঝা যাবে যে এদের মধ্যে কোন পাসপোর্টটা জাল?
বেশি ভাবার দরকার নেই। ছবি তিনটে খেয়াল করলেই হল। দুটো ছবি সাদা ব্যাকগ্রাউন্ডে নেওয়া, আরেকটায় পিছনে দেখা যাচ্ছে নিসর্গদৃশ্য। আর এখান থেকেই সব জট কেটে যায়।
কেন না, পাসপোর্ট বা পরিচয়পত্রের ছবি সব সময়েই তোলা হয় সাদা ব্যাকগ্রাউন্ডে। কাজেই যে ছবিতে পিছনে নিসর্গদৃশ্য চোখে পড়ছে, সেটাকেই জাল বলে ধরে নিতে হবে।