TRENDING:

Viral Video : মহাসাগরের স্বচ্ছ জলে তিমির সঙ্গে ডলফিনের যুগলনাচ, দেখুন ড্রোন ক্যামেরার অনবদ্য ভাইরাল ভিডিও

Last Updated:

পেশাদার আলোকচিত্রী জ্যাকব ভ্যান্ডারভেল্ড এই দৃশ্য বন্দি করেছেন ড্রোন ক্যামেরায়৷ তার পর শেয়ার করেছেন তাঁর ট্যুইটার হ্যান্ডলে৷(Tango by a humpback whale and a dolphin)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ম্যাসাচুসেটস: অতল মহাসাগরের রহস্য এখনও মানুষের কাছে অধরা৷ সেই রহস্যের একটুকরো নিজের ইচ্ছেতেই ধরা দিল মানুষে লেন্সে৷ আমেরিকার (USA) উত্তর উপকূলে দেখা গেল হাম্পব্যাক তিমি এবং ডলফিনের অনবদ্য নাচ৷ নেটিজেনরা বলছেন, এটা দুই জলচরের ট্যাঙ্গো! পেশাদার আলোকচিত্রী জ্যাকব ভ্যান্ডারভেল্ড এই দৃশ্য বন্দি করেছেন ড্রোন ক্যামেরায়৷ তার পর শেয়ার করেছেন তাঁর ট্যুইটার হ্যান্ডলে৷(Tango by a humpback whale and a dolphin)
Tango by a humpback whale and a dolphin
Tango by a humpback whale and a dolphin
advertisement

ভিডিওতে দেখা যাচ্ছে স্বচ্ছ নীল জলতলের ঠিক নীচ দিয়েই পাক খেত খেতে এগিয়ে চলেছে বিশালাকায় তিমি মাছ৷ তবে তিমি একা নয়৷ ভাল করে খেয়াল করলে বোঝা যাবে তার ঠিক আগে আগেই রয়েছে এক ডলফিনও৷ সেও চড়কিপাক খেতে খেতেই এগোচ্ছে৷ দর্শকদের কাছে এ দৃশ্যসুখ অতুলনীয়৷

আলোকচিত্রী জ্যাকব জানিয়েছে, এই মুহূর্ত তাঁর কাছে অভূতপূর্ব৷ দিনটি তিনি ভুলতে পারবেন না৷ ৩৯ সেকেন্ডের ভিডিওকে তিনি নিজেই ১০-এ ১২ দিয়েছেন৷

advertisement

আরও পড়ুন : ওর জন্যই রঙিন হয়ে উঠেছিল অতিমারির ধূসর দিনগুলি, অশৌচ রীতি মেনে বন্ধু চড়াইয়ের শ্রাদ্ধশান্তি গ্রামে

advertisement

ট্যুইটার দাপিয়ে বেড়াচ্ছে জ্যাকবের ভিডিওটি৷ ইতিমধ্যেই দর্শনসংখ্যা ছাপিয়ে গিয়েছে ৪ হাজার ৫০০৷ বিরল এই দৃশ্যে অভিভূত নেটিজেনরা৷ তাঁরা সাধুবাদ জানিয়েছেন আলোকচিত্রী জ্যাকবকে৷ এক ট্যুইটারেত্তি জানতে চেয়েছেন এমন বিরল ছবি লেন্সবন্দি করার অনুপ্রেরণা কোথা থেকে পান জ্যাকব? উত্তরে আলোকচিত্রী জানিয়েছেন, শৈশব থেকেই তিনি পাড়ি দিয়েছেন উঁচু উঁচু ঢেউ৷ সেখান থেকেই মহাসাগরের সঙ্গে তাঁর সখ্য এবং সম্পর্ক৷

advertisement

আরও পড়ুন : রতন টাটার সাক্ষাৎকারের সময় তাঁর বন্ধু চতুষ্পদ গোয়া আগাগোড়া শান্ত হয়েই বসে রইল

আরও পড়ুন : পুলিশের দ্বারস্থ, ফেসবুকে ৫০০০ টাকার ইনাম ঘোষণা, অবশেষে ‘অপহৃত’ পোষ্য ফিরল ঘরে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর আগেও ডলফিনদের নিয়ে অনেক জাদুময় মুহূর্ত ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে৷ অস্ট্রেলিয়ার উপকূলে একদল ডলফিনের নাচ মন জয় করেছিল নেটিজেনদের৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video : মহাসাগরের স্বচ্ছ জলে তিমির সঙ্গে ডলফিনের যুগলনাচ, দেখুন ড্রোন ক্যামেরার অনবদ্য ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল