ভিডিওতে দেখা যাচ্ছে স্বচ্ছ নীল জলতলের ঠিক নীচ দিয়েই পাক খেত খেতে এগিয়ে চলেছে বিশালাকায় তিমি মাছ৷ তবে তিমি একা নয়৷ ভাল করে খেয়াল করলে বোঝা যাবে তার ঠিক আগে আগেই রয়েছে এক ডলফিনও৷ সেও চড়কিপাক খেতে খেতেই এগোচ্ছে৷ দর্শকদের কাছে এ দৃশ্যসুখ অতুলনীয়৷
আলোকচিত্রী জ্যাকব জানিয়েছে, এই মুহূর্ত তাঁর কাছে অভূতপূর্ব৷ দিনটি তিনি ভুলতে পারবেন না৷ ৩৯ সেকেন্ডের ভিডিওকে তিনি নিজেই ১০-এ ১২ দিয়েছেন৷
advertisement
আরও পড়ুন : ওর জন্যই রঙিন হয়ে উঠেছিল অতিমারির ধূসর দিনগুলি, অশৌচ রীতি মেনে বন্ধু চড়াইয়ের শ্রাদ্ধশান্তি গ্রামে
ট্যুইটার দাপিয়ে বেড়াচ্ছে জ্যাকবের ভিডিওটি৷ ইতিমধ্যেই দর্শনসংখ্যা ছাপিয়ে গিয়েছে ৪ হাজার ৫০০৷ বিরল এই দৃশ্যে অভিভূত নেটিজেনরা৷ তাঁরা সাধুবাদ জানিয়েছেন আলোকচিত্রী জ্যাকবকে৷ এক ট্যুইটারেত্তি জানতে চেয়েছেন এমন বিরল ছবি লেন্সবন্দি করার অনুপ্রেরণা কোথা থেকে পান জ্যাকব? উত্তরে আলোকচিত্রী জানিয়েছেন, শৈশব থেকেই তিনি পাড়ি দিয়েছেন উঁচু উঁচু ঢেউ৷ সেখান থেকেই মহাসাগরের সঙ্গে তাঁর সখ্য এবং সম্পর্ক৷
আরও পড়ুন : রতন টাটার সাক্ষাৎকারের সময় তাঁর বন্ধু চতুষ্পদ গোয়া আগাগোড়া শান্ত হয়েই বসে রইল
আরও পড়ুন : পুলিশের দ্বারস্থ, ফেসবুকে ৫০০০ টাকার ইনাম ঘোষণা, অবশেষে ‘অপহৃত’ পোষ্য ফিরল ঘরে
এর আগেও ডলফিনদের নিয়ে অনেক জাদুময় মুহূর্ত ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে৷ অস্ট্রেলিয়ার উপকূলে একদল ডলফিনের নাচ মন জয় করেছিল নেটিজেনদের৷