TRENDING:

Biryani: ৪২ লাখ টাকার বিরিয়ানি খেয়েছে কেউ, কেউ খেয়েছে ৬ লাখের টাকার ইডলি! স্যুইগির এই লিস্ট হজম করতে পারবেন তো?

Last Updated:

এখানেই শেষ নয়, স্যুইগি রিপোর্টে এটাই একটা মাত্রই শো-স্টপার নেই। আরও রয়েছে। জানা গিয়েছে, ২০২৩ সালে প্রতি সেকেন্ডে ২.৫ প্যাকেট বিরিয়ানি অর্ডার করেছে ভারত। হায়দরাবাদের এক ব্যক্তি প্রায় ১ হাজার ৬৩৩টি বিরিয়ানির অর্ডার করেছিলেন। যার অর্থ হল প্রতিদিন ৪টি করে বিরিয়ানি অর্ডার করেছেন। চমকের এখানেও শেষ নেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বছর তো প্রায় শেষ! কখনও কি ভেবে দেখেছেন গত এক বছরে স্যুইগি বা জোম্যাটো থেকে খাবার আনিয়ে মোট কত টাকা খসিয়েছেন? প্রত্যেক মাসে নিয়ম করে অভিজাত রেস্তোরাঁয় খেতে গেলেও বোধহয় এত টাকা খরচ করতেন না! চলতি বছরে দেশের মানুষ ঠিক কতটা স্যুইগি করে খাবার আনিয়েছে, জানেন? ফুড ডেলিভারি অ্যাপ স্যুইগি তাদের বার্ষিক কালিনারি ডেটা – ২০২৩ স্যুইগি র‍্যাপ রিপোর্ট প্রকাশ করেছে। আর এই রিপোর্টের পরিসংখ্যান দেখলে চোখ রীতিমতো কপালে উঠে যাচ্ছে। তবে এই রিপোর্টে যাবতীয় আলো শুষে নিয়েছেন মুম্বইয়ের এক বাসিন্দা। কিন্তু কেন? স্যুইগির রিপোর্ট বলছে,গত বছর জুড়ে প্রায় ৪২.৩ লক্ষ টাকার খাবার অর্ডার করেছেন ওই ব্যক্তি। তা-ও বিরিয়ানির৷ বিশ্বাস হচ্ছে না! কিন্তু এটাই সত্যি!
advertisement

এই তথ্য দেখে বারবার চোখ কচলাচ্ছেন নেটিজেনরা। ইন্টারনেটে নিজেদের বিস্ময়ও প্রকাশ করেছেন অনেকে। এক নেটিজেন লিখেছেন, “৪২ লক্ষ টাকার অর্ডার… কত ক্যালোরি খাবার খেয়েছেন কে জানে?” একজন নেটিজেন তো মুম্বইয়ের ওই ব্যক্তির আয়করের তথ্য জানতে প্যান কার্ডের খোঁজ করেছেন।

এর পাশাপাশি এক নেট নাগরিক বলছেন, “মুম্বই শুধু অর্থনৈতিক রাজধানীই নয়, সেই সঙ্গে ভারতের খাবারের রাজধানীও বটে!” আর একজন হিসাব দিয়ে বলছেন, “একজন ব্যবহারকারী যদি বছরে ৪২.৩ লক্ষ টাকার অর্ডার করে থাকেন, তাহলে হিসাব বলছে তিনি দিনে গড়ে ১১.৫ হাজার টাকার অর্ডার দিয়েছেন। যা অবাস্তব বলেই মনে হয়৷ যদি না তিনি পরিবার/ প্রতিষ্ঠান/ কর্পোরেশন প্রভৃতির জন্য পেমেন্টের একক উৎস হিসেবে তিনি তাঁর কার্ড ব্যবহার করে থাকেন।”

advertisement

আরও পড়ুন: আরএসএস নিয়ে বড় পরিকল্পনা বিজেপি-র, রাজ্যজুড়ে প্রস্তুতি! মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় ‘মডেল’ কি পশ্চিমবঙ্গেও?

এখানেই শেষ নয়, স্যুইগি রিপোর্টে এটাই একটা মাত্রই শো-স্টপার নেই। আরও রয়েছে। জানা গিয়েছে, ২০২৩ সালে প্রতি সেকেন্ডে ২.৫ প্যাকেট বিরিয়ানি অর্ডার করেছে ভারত। হায়দরাবাদের এক ব্যক্তি প্রায় ১ হাজার ৬৩৩টি বিরিয়ানির অর্ডার করেছিলেন। যার অর্থ হল প্রতিদিন ৪টি করে বিরিয়ানি অর্ডার করেছেন। চমকের এখানেও শেষ নেই।

advertisement

চণ্ডীগড় অপ্রত্যাশিত ভাবে যেন বিরিয়ানির স্বর্গ হয়ে উঠেছে। পরিসংখ্যানে দেখা গিয়েছে, ভারত বনাম পাকিস্তানের হাড্ডাহাড্ডি ম্যাচে একটি পরিবার প্রায় ৭০ প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলেন। দেশের আনঅফিসিয়াল বিরিয়ানির রাজধানী হল হায়দরাবাদ। তবে এখানে এক অদ্ভুত ট্রেন্ড দেখা গিয়েছে। এক গ্রাহক রীতিমতো প্রথা ভেঙে প্রায় ৬ লক্ষ টাকার ইডলি অর্ডার করেছেন হায়দরাবাদে।

advertisement

স্যুইগির আরও বিস্ফোরক তথ্য:

আরও পড়ুন: পার্লামেন্ট ‘স্মোক অ্যাটাকে’র সঙ্গে এবার কলকাতা যোগ! এ শহরেই থাকতেন মূলচক্রী ললিত, কী করতেন জানেন?

১. বিরিয়ানি সর্বোচ্চ স্থানে রয়েছে। টানা আট বছর ধরে স্যুইগিতে মোস্ট অর্ডারড ডিশের তালিকায় রয়েছে এই খাবার।

২. প্রতি ৫.৫ চিকেন বিরিয়ানির জন্য একটি করে ভেজ বিরিয়ানিও জায়গা করে নিয়েছে। শুধুমাত্র ১ জানুয়ারিতেই প্রায় ৪৩০০০০ বিরিয়ানির অর্ডার হয়েছে।

advertisement

৩. হায়দরাবাদ সেখানে বিরিয়ানির রাজধানী হয়ে উঠেছে। আবার কেকের জন্য সেরা স্থানে রয়েছে বেঙ্গালুরু। শুধুমাত্র চকোলেট কেকের অর্ডার এসেছে ৮৫ লক্ষ। বিশেষ করে এই চিত্র চোখে পড়েছে মাদার্স ডে-তে। ফলে কেক ক্যাপিটাল-এর তকমা পেয়েছে দক্ষিণের এই রাজ্য।

৪. স্যুইগিতে প্রায় ২৪.৯ লক্ষ নতুন দোকান বিরিয়ানির অর্ডারের মাধ্যমে নিজেদের যাত্রা শুরু করেছে।

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

৫. আবার এক ‘স্যুইগি ওয়ান’ ব্যবহারকারী ফ্রি ডেলিভারি, ডিসকাউন্ট এবং অন্যান্য ক্যুপনের মাধ্যমে প্রায় ৬.৯৮ লক্ষ টাকা বাঁচিয়ে দিয়েছেন।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Biryani: ৪২ লাখ টাকার বিরিয়ানি খেয়েছে কেউ, কেউ খেয়েছে ৬ লাখের টাকার ইডলি! স্যুইগির এই লিস্ট হজম করতে পারবেন তো?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল