প্রাথমিক ভাবে মাথায় রাখতে হবে আপনার যা আয় তার যেন ৪০-৪৫ শতাংশ প্রতি মাসে সঞ্চয় হয় ৷ সঞ্চয় করে খরচ করুন খরচ করে সঞ্চয় নয় ৷
আগের থেকেই ছেলে-মেয়েদের ভবিষ্যত পরিকল্পনায় বিনিয়োগ করুন তারা ছোট থাকতে থাকতেই ৷ আস্তে আস্তে তারা বড় হতে থাকবে বিনিয়োগ টাকার অঙ্কও বাড়তে থাকবে ৷ চাপ কমবে আপনার ৷
advertisement
বিনিয়োগ সবক্ষেত্রে ঝুঁকি থাকে এমন বিনিয়োগ করবেন না ৷ তার মধ্যে ঝুঁকিহীন বিনিয়োগও রাখবেন ৷ হ্যাঁ ঝুঁকি না নিলে আসবে না টাকাও ৷ তাই ঝুঁকি নেবেন সব দিক চিন্তা করে বিনিয়োগে ঝুঁকি যেন জীবনে ঝুঁকি না নিয়ে আসে ৷
বয়স একদিন সবারই বাড়বে বৃদ্ধ বয়সে কারোর দিকে তাকিয়ে না থেকে ৷ সময় থাকতেই নিজেদের ভবিষ্যত গুছিয়ে নিন ৷ একথা সত্যি আপনার ভবিষ্যত আপনাকেই গুছিয়ে নিতে হবে ৷
আপনি যদি চাকরি করেন তবে নিশ্চিন্ত মনে থাকবেন না বর্তমানে বেসরকারি প্রতিষ্ঠানের চাকরির কোনও স্থিরতা নেই ৷ চাকরির পাশাপাশি নিজের কোনও ছোটখাট ব্যবসা করতে পারেন এতে বাড়বে আয়ের উৎস ৷ কমবে জীবনের ঝুঁকি ভবিষ্যতে বিপুল টাকার মালিক হবেন আপনিই ৷
এই ভাবেই নিজেকে ও নিজের পরিবারকে সাজিয়ে নিন ও গুছিয়ে নিন ৷ আর্থিক স্থিরতাই জীবনকে অনেক বেশি সুখি ও শক্তিশালী করে তোলে ৷