TRENDING:

Stray Dog Attacks Child Viral Video: দরজার সামনে দাঁড়িয়েছিল শিশু, তার উপরেই ঝাঁপিয়ে পড়ল রাস্তার কুকুরের দল, টেনে-হিঁচড়ে...দেখুন সেই ভয়ঙ্কর ভিডিও...

Last Updated:

Stray Dog Attacks Child Viral Video: উত্তরপ্রদেশের কুশিনগরে ৫ বছরের একটি শিশুকে রাস্তার কুকুরের দল হঠাৎ আক্রমণ করে। শিশুটি মারাত্মকভাবে জখম হয়। এক প্রতিবেশী মহিলার তৎপরতায় সে রক্ষা পায়। দেখুন সেই ভিডিও...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কুশিনগর: উত্তরপ্রদেশের কুশীনগরে এক মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। একটি পাঁচ বছর বয়সী শিশুর উপর ঝাঁপিয়ে পড়ে রাস্তার কুকুরের দল৷ হঠাৎ করেই তারা এই আক্রমণ করে। তবে সৌভাগ্যবশত, প্রতিবেশী এক মহিলা শিশুটিকে বাঁচাতে ছুটে আসেন এবং কুকুরদের তাড়িয়ে দেন। ভিডিও-তে পরিষ্কার, ওই মহিলা না বেড়িয়ে এলে শিশুটির প্রাণে বাঁচা কঠিন হত৷
দরজার সামনে দাঁড়িয়েছিল শিশু, তার উপরেই ঝাঁপিয়ে পড়ল রাস্তার কুকুরের দল, টেনে-হিঁচড়ে...দেখুন সেই ভয়ঙ্কর ভিডিও...AI image
দরজার সামনে দাঁড়িয়েছিল শিশু, তার উপরেই ঝাঁপিয়ে পড়ল রাস্তার কুকুরের দল, টেনে-হিঁচড়ে...দেখুন সেই ভয়ঙ্কর ভিডিও...AI image
advertisement

এই ভয়াবহ ঘটনাটি ঘটে বুধবার, যখন ওই শিশু, যার নাম অনিক, বাড়ির বাইরে খেলছিল। হঠাৎ করে রাস্তার কুকুরের একটি দল এসে তাকে আক্রমণ করে৷ প্রায় ২০ মিটার বাচ্চাটিকে তারা রাস্তা দিয়ে টেনে যায়৷ শুধু তাই নয়, শিশুটিকে মারাত্মকভাবে কামড়াতে শুরু করে। বাচ্চাটির অবস্থা ছিল বেশ শোচনীয়৷ ভয়ে চিৎকার করতে থাকে সে৷ অবশেষে মেলে সাহায্য৷

advertisement

আরও পড়ুন: বলুন তো বিশ্বের কোন ১০ দেশে পুরুষদের সংখ্যা মহিলাদের থেকে কম! পাওয়া যায় না বিয়ের পাত্রও! ৯৯% মানুষই জানেন না সঠিক উত্তরটি…

ঘটনার সময় অনিকের মা ঘরের ভেতরে ছিলেন। ঘটনার সময় তুমুল চিৎকার হচ্ছিল৷ সেই চিৎকার শুনেই পাশের বাড়ির ন্যান্সি নামের এক মহিলা বাইরে ছুটে আসে৷ তিনি দেখতে পান শিশুটির ভয়ঙ্কর পরিস্থিতি৷ তিনি দৌড়ে গিয়ে শিশুটিকে রক্ষা করেন এবং কুকুরগুলিকে তাড়িয়ে দেন।

advertisement

এই ঘটনার ভিডিও CCTV-তে ধরা পড়ে এবং এখন তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে কুশীনগরের কাস্য কোটওয়ালি থানার অধীনস্থ ওয়ার্ড নম্বর ২৬-এর আমিয়া ত্রিপাঠী নগর এলাকায়।

আরও পড়ুন: বিয়ের রাতে ‘স্পর্শ’ ফিরিয়ে দেন স্বামী! গোপন সত্যিটা জানার পর ভয়ঙ্কর পরিণতি, নববিবাহিতা তারপর যা করলেন! চমকে যাবেন পুরোটা জানলে…

advertisement

চোট গুরুতর হওয়ায় প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, এরপর অবস্থা খারাপ হলে একটি মেডিকেল কলেজে রেফার করা হয়। শিশুটির শরীরে ১৮টি গভীর কামড়ের চিহ্ন পাওয়া গেছে। চিকিৎসার পর এখন শিশুটির শারীরিক অবস্থা উন্নতির দিকে।

এই ভয়ংকর ঘটনার পর এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রশাসনের তরফ থেকে কুকুরের উপদ্রব রোধে ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Stray Dog Attacks Child Viral Video: দরজার সামনে দাঁড়িয়েছিল শিশু, তার উপরেই ঝাঁপিয়ে পড়ল রাস্তার কুকুরের দল, টেনে-হিঁচড়ে...দেখুন সেই ভয়ঙ্কর ভিডিও...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল