এই ভয়াবহ ঘটনাটি ঘটে বুধবার, যখন ওই শিশু, যার নাম অনিক, বাড়ির বাইরে খেলছিল। হঠাৎ করে রাস্তার কুকুরের একটি দল এসে তাকে আক্রমণ করে৷ প্রায় ২০ মিটার বাচ্চাটিকে তারা রাস্তা দিয়ে টেনে যায়৷ শুধু তাই নয়, শিশুটিকে মারাত্মকভাবে কামড়াতে শুরু করে। বাচ্চাটির অবস্থা ছিল বেশ শোচনীয়৷ ভয়ে চিৎকার করতে থাকে সে৷ অবশেষে মেলে সাহায্য৷
advertisement
ঘটনার সময় অনিকের মা ঘরের ভেতরে ছিলেন। ঘটনার সময় তুমুল চিৎকার হচ্ছিল৷ সেই চিৎকার শুনেই পাশের বাড়ির ন্যান্সি নামের এক মহিলা বাইরে ছুটে আসে৷ তিনি দেখতে পান শিশুটির ভয়ঙ্কর পরিস্থিতি৷ তিনি দৌড়ে গিয়ে শিশুটিকে রক্ষা করেন এবং কুকুরগুলিকে তাড়িয়ে দেন।
এই ঘটনার ভিডিও CCTV-তে ধরা পড়ে এবং এখন তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে কুশীনগরের কাস্য কোটওয়ালি থানার অধীনস্থ ওয়ার্ড নম্বর ২৬-এর আমিয়া ত্রিপাঠী নগর এলাকায়।
চোট গুরুতর হওয়ায় প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, এরপর অবস্থা খারাপ হলে একটি মেডিকেল কলেজে রেফার করা হয়। শিশুটির শরীরে ১৮টি গভীর কামড়ের চিহ্ন পাওয়া গেছে। চিকিৎসার পর এখন শিশুটির শারীরিক অবস্থা উন্নতির দিকে।
এই ভয়ংকর ঘটনার পর এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রশাসনের তরফ থেকে কুকুরের উপদ্রব রোধে ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।