GK Coutries Have Less Men than Women: বলুন তো বিশ্বের কোন ১০ দেশে পুরুষদের সংখ্যা মহিলাদের থেকে কম! পাওয়া যায় না বিয়ের পাত্রও! ৯৯% মানুষই জানেন না সঠিক উত্তরটি...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
GK Coutries Have Less Men than Women: বিশ্বের এমন ১০টি দেশ রয়েছে, যেখানে নারীদের সংখ্যা পুরুষদের তুলনায় অনেক বেশি। পুরুষের অভাবে এসব দেশে বিয়ের জন্য পাত্র পাওয়া কঠিন। কোন কোন দেশের কথা বলা হয়েছে জানুন...
বিশ্বের অনেক দেশে, বিশেষ করে ভারত ও চিনের মতো এশীয় দেশগুলোতে, জনসংখ্যায় লিঙ্গ ভারসাম্যহীনতা এক বড় সমস্যা। এই দেশগুলিতে নারীর সংখ্যা পুরুষদের তুলনায় অনেক কম। এর ফলে অনেক সময় বিয়ের জন্য পুরুষদের অন্য দেশ থেকে কনে খুঁজে আনতে হয়। তবে পৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে যেখানে নারীর সংখ্যা পুরুষদের তুলনায় অনেক বেশি, এবং সেখানে ‘দুলহা’ খুঁজে পাওয়াই কঠিন হয়ে পড়েছে।
advertisement
দিজিবুতি নামক দেশটিতে নারীর সংখ্যা পুরুষের তুলনায় অনেক বেশি। এখানে মোট জনসংখ্যার প্রায় ৫৫ শতাংশই নারী। প্রতি একজন পুরুষের জন্য প্রায় দুজন নারী রয়েছেন। এর পেছনের কারণ হলো, এখানকার অধিকাংশ পুরুষ জীবিকার জন্য গালফ বা উপসাগরীয় দেশগুলিতে পাড়ি জমান, ফলে দেশের ভিতর পুরুষের সংখ্যা কমে যায় এবং লিঙ্গ ফারাক তৈরি হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
এই তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে রাশিয়া। বিশ্বের মধ্যে রাশিয়া অন্যতম দেশ যেখানে লিঙ্গ ভারসাম্য সবচেয়ে বেশি বিঘ্নিত। প্রায় প্রতিটি বয়সের স্তরেই নারীর সংখ্যা বেশি। পুরুষরা নানা রোগ, মদ্যপান, এবং দীর্ঘকালীন যুদ্ধের কারণে অনেক আগে মারা যান। অন্যদিকে, রাশিয়ান নারীরা তাঁদের সৌন্দর্যের জন্যও বিখ্যাত, বিশেষত এশিয়ান দেশগুলিতে।
advertisement
advertisement
advertisement
advertisement