TRENDING:

আপনার হাতে কি চতুষ্কোণ চিহ্ন আছে? জেনে নিন ভাগ্য কী বলছে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নানা ধরনের হয়। দ্বীপ বা যব, বা বৃত্তচিহ্ন হাতের যেখানে থেকে ক্ষতি করার চেষ্টা করে, সেখানে যদি একটা চতুষ্কোণ চিহ্ন থাকে তবে তা সেই সব বিপদ থেকে রক্ষা করে।
advertisement

এই চিহ্ন যার যত বেশি থাকে, সে নিজ চেষ্টা ও বুদ্ধি বলে তত বেশি খ্যাতিমান, প্রতিষ্ঠাশালী ও ধনবান হতে সক্ষম হয়।

১) শুক্রের ক্ষেত্রে একটি চতুষ্কোণ চিহ্ন থাকলে, জাতক ধর্মোন্নতির কাজে লিপ্ত হয়। এরা সধারণতঃ বিদ্যা শিক্ষার্থে গুরুর আশ্রমে থাকতে ভালবাসেন।

২) শনির ক্ষেত্রে চতুষ্কোণ চিহ্নের মধ্যে একটি রক্তবর্ণ বিন্দু বা দাগ থাকলে, জাতক অগ্নিদাহ থেকে নিষ্কৃতি পেয়ে থাকে।

advertisement

৩) রবির ক্ষেত্রে চতুষ্কোণ চিহ্নটি যশ প্রাপ্তির ও ধনোপার্জনের যাবতীয় বিঘ্ন দূর করে থাকে। তিনি সর্বত্র বিজয়ী হন।

৪) বৃহস্পতির ক্ষেত্রে চতুষ্কোণ থাকলে জাতকের আকাঙ্ক্ষা পূরণের বাধা দূরীভূত করে মুল্য প্রদান করে। এখানে চতুষ্কোণ চিহ্ন খুব শুভ।

৫) চতুষ্কোণ চিহ্ন মঙ্গলের ক্ষেত্রে থাকলে, জাতক বিশাল ভূ-সম্পত্তির অধিকারী হয়।

৬) চতুষ্কোণ চিহ্ন রাহুর ক্ষেত্রে থাকলে, জাতক কর্তব্য পালনে তৎপর, ন্যায়পরায়ণ, যশস্বী, সন্মানিত ও পরোপকারী হয়। কিন্তু বহু স্থলে সে তার বন্ধুদের দ্বারা প্রতারিত হয়ে থাকে।

advertisement

৭) হৃদয়রেখার উপরে চতুষ্কোণ চিহ্ন থাকলে প্রেমের অসফলতা নির্দেশ করে।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

৮) করতলে চতুষ্কোণ চিহ্ন যেন সমস্ত বিঘ্ন-বিপদ ইত্যাদির হাত থেকে রক্ষা কবচ স্বরূপ। ভাগ্যরেখায় চতুষ্কোণ চিহ্ন আর্থিক এবং অন্যান্য ক্ষতির হাত থেকে জাতককে রক্ষা করে।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
আপনার হাতে কি চতুষ্কোণ চিহ্ন আছে? জেনে নিন ভাগ্য কী বলছে