সবটাই হাতের খেল। বিজ্ঞানের সহায়তা নিয়ে হাতের পারদর্শীতা থাকলেই ম্যাজিক সহজে দেখানো যায়। তবে অনেক ক্ষেত্রেই দীর্ঘদিনের অনুশীলনের প্রয়োজন হয়। তবে কিছু ম্যাজিক আছে যা সহজ হাতের খেল। বাড়িতে এটা, ওটা ফেলে দেওয়া জিনিস দিয়েই তৈরি করে ফেলা যায় ম্যাজিকের সরঞ্জাম।
আর কয়েকবার অনুশীলন করে যদি হাত পাকিয়ে নেওয়া যায়, তাহলে যে কোনও বন্ধু বান্ধব বা পারিবারিক অনুষ্ঠানে মজাচ্ছলে সেসব দেখিয়ে বাহবাও কুড়তে পারেন আপনি। তাই ভাল করে এই ভিডিওটি দেখুন। কীভাবে ম্যাজিক দেখানোর খেলা চলছে, তা লক্ষ্য রাখুন। আপনার বাড়িতে থাকা কয়েকটি জিনিস দিয়েই আপনারা বানিয়ে ফেলতে পারবেন দরকারি উপকরণ। তারপর খেল শুরু.....
advertisement
Location :
First Published :
April 16, 2020 7:55 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ভ্যানিশ চামচ, চোখের সামনে বরফের কিউব হাওয়া! অবসরে সহজে ম্যাজিক শিখুন, দেখুন ভিডিও