TRENDING:

Snake Viral Video: গিরিডিতে জ্যান্ত শিয়াল গিলে ফেলল 'দানব' সাপ, এলাকায় তীব্র আতঙ্ক, দাবানলের মতো ছড়াচ্ছে ভিডিও, ছবি

Last Updated:

Snake Viral Video: সাপ যে শিকার ধরে খায়, সে কথা সকলেরই জানা। দাঁত থাকলেও অন্য পশুর মতো তার ব্যবহার সাপ করে না, কেন না তার দাঁত শিকার খাওয়ার জন্য যথেষ্ট জোরালো নয়। সাপ তাই শিকার গিলে খায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সাপ যে শিকার ধরে খায়, সে কথা সকলেরই জানা। দাঁত থাকলেও অন্য পশুর মতো তার ব্যবহার সাপ করে না, কেন না তার দাঁত শিকার খাওয়ার জন্য যথেষ্ট জোরালো নয়। সাপ তাই শিকার গিলে খায়। সাধারণত যে সব সাপ লোকালয়ের চারপাশে দেখা যায়, তারা ইঁদুর শিকার করে। আয়তন বড় হলে ক্ষুধাও বেশি হয়, যে কারণে অজগরের মতো বৃহদাকার সাপ বড় পশু খেয়ে থাকে। একটা গোটা গ্রাণীকে গিলে খেয়ে ফেলতে পারে অজগর, সে কথা সকলের জানা থাকলেও চোখের সামনে দেখার সুযোগ কমই ঘটে।
 পাইথন।
পাইথন।
advertisement

তবে এবার সোশ্যাল মিডিয়ার সৌজন্যে এ হেন এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে যে একটি অজগর সাপ একটি শিয়ালকে জীবন্ত গিলে ফেলছে। এর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। এই ঘটনাটি গিরিডির সারিয়া ব্লকের বালেদিহতে ঘটেছে। এখানে বনের কাছের গ্রামে একটি বিশাল অজগর কিছুক্ষণের মধ্যেই এক শিয়ালকে গিলে ফেলে। এই ঘটনাটি দেখতে গ্রামবাসীদের ভিড় জমে যায়। এরপর গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং সর্বত্র এটি নিয়ে আলোচনা হচ্ছে।

advertisement

আরও পড়ুনঃ কীভাবে সঙ্গীকে মিলনের বার্তা পাঠায় সাপ? ঘন ঘন সঙ্গী বদলে স*ঙ্গ*ম? একজনের মৃত্যু হলেই অন্যজনের মৃত্যু? নাগ-নাগিনের অজানা সত্যি

এই ভিডিওটি বুধবারের। অজগরটি শিয়ালকে গিলে ফেলার সময় গ্রামে বিশৃঙ্খলা দেখা দেয়। গ্রামবাসীরা এই ঘটনাটি জানতে পেরে সেখানে ভিড় জমায়। লোকেরা ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে শুরু করে। এই ভিডিওটি এখন ক্রমশ ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে কীভাবে অজগরটি শিয়ালকে আস্তে আস্তে গিলে ফেলছে। এই ঘটনার পর গ্রামবাসীরা তাঁদের গৃহপালিত পশুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হতে শুরু করেছেন। তাঁরা শীঘ্রই অজগর সাপটিকে উদ্ধার করার জন্য বন বিভাগের কাছে আবেদন করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, অজগরটি প্রথমে দ্রুত শিয়ালটিকে গিলে ফেলে, কিন্তু পরে মানুষের ভিড় এটিকে বাঁচানোর চেষ্টা করে। যার কারণে এটি কিছুক্ষণের জন্য শিয়ালটিকে মুখ থেকে বের করে নেয়, কিন্তু তার পর দ্রুত গিলে ফেলে।

advertisement

আরও পড়ুনঃ বর্ষা আসতেই চুল, ভ্রুতে খুশকি হচ্ছে? উঠছে মুঠো মুঠো চুল? নারকেল তেলে মেশান ‘এই’ জিনিস, চিরতরে ভ্যানিশ গোড়া থেকে

এই ঘটনার পর গ্রামবাসীরা বনের দিকে যেতে ভয় পাচ্ছেন। গ্রামবাসীরা বলছেন যে, এই অজগরটিকে আগেও দেখা গিয়েছে। তবে বন বিভাগকে এই বিষয়ে অবহিত করা হয়নি। বন বিভাগও এই ভিডিও সম্পর্কে কোনও তথ্য থাকার কথা অস্বীকার করেছে। তবে তারা জানিয়েছে যে, সাপটিকে জঙ্গলে অনুসন্ধান করা হবে। খুঁজে পাওয়ার পর এটিকে নিরাপদে ঘন জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Snake Viral Video: গিরিডিতে জ্যান্ত শিয়াল গিলে ফেলল 'দানব' সাপ, এলাকায় তীব্র আতঙ্ক, দাবানলের মতো ছড়াচ্ছে ভিডিও, ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল