আনাকাপল্লে জেলার রবিকামাথাম মণ্ডলের জেড. কোঠাপত্তনম গ্রামের বাসিন্দা পামু প্রসাদের আর পাঁচটা বাচ্চার মতো না। সে সবার সঙ্গে মিশতে চায়। কিন্তু তাঁর সমবয়সী এবং বন্ধুরা তাঁকে তাদের কাছে যেতে দেয় না। অন্য কথায়, তাঁরা তাঁকে এমনভাবে দূরে রাখে যেন তাঁরা কোনও অস্পৃশ্যকে দেখছে, যেন সে কোনও অদ্ভুত প্রাণী।
কারণ সে সব মানুষের মতো নয়। তাঁর শরীরে এক অদ্ভুত চর্মরোগের কারণে, প্রসাদের চামড়া সাপের চামড়ার মতোই খসখসে হয়ে যাচ্ছে। সে দিনের পর দিন এমন এক বিপজ্জনক রোগ নিয়ে সময় কাটাচ্ছে। প্রসাদের শুধু সাপের চামড়াই নয়। তাই কেউ তাকে কাছেও যেতে দেয় না।
advertisement
পামু প্রসাদ খুবই যন্ত্রণাদায়ক জীবনযাপন করছে। জন্মের পর থেকেই, অদ্ভুত এক চর্মরোগের কারণে তাঁর ত্বক প্রতিদিন স্তরে স্তরে উঠে যাচ্ছে। এমনকি যখন সে রোদে বেরোয়, তখনও গ্রীষ্মের তাপ তাঁকে খুব কষ্ট দেয়। এই তাপ থেকে বাঁচতে তাকে প্রতি ঘন্টায় একবার স্নান করতে হয়। যেহেতু প্রসাদের বাবা ছোটবেলায় মারা যান, তাই তার মা তাকে মানুষ করার জন্য শ্রমিকের কাজ করছেন। তিনি পরিবারের খরচ এবং প্রসাদের চিকিৎসার খরচ বহন করার জন্য কঠোর পরিশ্রম করেন।