ভিডিওতে দেখা গিয়েছে, একটি প্রায় ৭ ফুট লম্বা কোবরা একটি ইটের গাঁথনি দেওয়া ছোট গর্তে নিশ্চিন্তে বসে আছে। আচমকাই সেই গর্তে প্রবেশ করে একটি বিচ্ছু। মুহূর্তের মধ্যে গোটা পরিস্থিতি বদলে যায়। শুরু হয় প্রকৃতির দুই বিষধর প্রাণীর ভয়ঙ্কর ‘ফেস-অফ’।
advertisement
বিছেটি আসার আগে পর্যন্ত সাপটি শান্তই ছিল। ভিডিওর শুরুতে দেখা যায় কোবরাটি একদম চুপ করে হসে আছে গর্তে। কিন্তু বিছে ঢুকতেই সে তৎপর হয়ে ওঠে। ফণা তুলে, গলা সোজা করে সে বিচ্ছুর প্রতিটি নড়াচড়া খেয়াল করতে থাকে। তাকে দেখে মনে হবে সে যেন জিজ্ঞাসা করছে, “এটা আমার ঘর… তুই এখানে এলি কী করে?”
এই ৬ সেকেন্ডের ক্লিপটা যেন এক রুদ্ধশ্বাস প্রাকৃতিক থ্রিলার। একদিকে বিছে যার ডাঁশ ও বিষ উভয়ই ভয়ংকর। অন্যদিকে কোবরা, যার একবার ছোবল মানে মৃত্যু। তবে অবাক করার মতো বিষয়, ভিডিওতে দু’জনেই একে অপরকে সম্মান দিয়ে পরস্পরের প্রতি সচেতন অবস্থানে থাকে – যেন বুঝে নিচ্ছে কে আগে আক্রমণ করবে!
আরও পড়ুন: টিউশনে যেতে বলেছিল মা, রেগে চূড়ান্ত সিদ্ধান্ত ১৪ বছরের কিশোরের! ঘটনায় তীব্র চাঞ্চল্য…
ইনস্টাগ্রাম ব্যবহারকারী @rijeshkv_80 এই ভিডিও পোস্ট করেন। ভিডিওটি ইতিমধ্যেই ১.৫৪ লাখের বেশি লাইক পেয়েছে। কমেন্টে বহু ইউজার লিখেছেন, “এটাই হল প্রকৃতির আসল থ্রিলার”, “যখন বিষ, বিষের সঙ্গে লড়ে, তখন কেমন হয় দেখতে”। অনেকে লিখেছেন, এভাবে দু’টি প্রাণীর সরাসরি সংঘর্ষ ক্যামেরায় ধরা পড়া দুর্লভ ঘটনা।
এই ধরনের মুখোমুখি দেখা যায় সাধারণত অরণ্যে বা বর্ষাকালে, যখন উভয় প্রাণীই নিরাপদ আশ্রয়ের খোঁজে থাকে। কোবরা সাধারণত বিচ্ছুর মতো ছোট প্রাণীদের খেয়ে ফেলে। তবে এই ভিডিওতে কোন আক্রমণ হয়নি – বরং দেখা যায় দ্বিধা ও সতর্কতা।
এই ভিডিওটি শুধুই বিনোদনের জন্য নয়, প্রাকৃতিক ভারসাম্য, বুদ্ধিমত্তা ও প্রতিরোধ ক্ষমতার এক বাস্তব উদাহরণ। প্রকৃতি কখনও আশ্চর্য করে, কখনও আতঙ্কিত করে, আবার কখনও ভাবায়। এই ভিডিও তেমনই এক মুহূর্তের গল্প বলে – যেখানে দু’জন বিষধর পরস্পরকে সম্মান দেখিয়ে সরে যায়।