ভিডিওটি প্রাক্তন বন আধিকারিক সুশান্ত নন্দা শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, রোশনি একটি অগভীর জলের স্রোতে স্নেক ক্যাচিং স্টিকের সাহায্যে অত্যন্ত সতর্কতার সঙ্গে সাপটিকে সামলাচ্ছেন।
আরও পড়ুন: জুসে প্রস্রাব মেশানোর পর এবার দুধে থুতু! সিসিটিভিতে ধরা পড়ল দুধওয়ালার জঘন্য কাণ্ড…দেখুন ভিডিও
ঘটনাস্থল এমন এক এলাকা, যেখানে সাধারণত গ্রামবাসীরা স্নান করতে যান। সেখানে হঠাৎ এই কিং কোবরা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বন দপ্তরের র্যাপিড রেসপন্স টিম ঘটনাস্থলে পৌঁছায়। সেই টিমেই ছিলেন রোশনি। তিনি একটুও না ঘাবড়ে সাপ ধরার স্টিক দিয়ে কিং কোবরাকে নিয়ন্ত্রণে আনেন এবং কয়েক মিনিটের মধ্যেই নিরাপদে ধরতে সক্ষম হন। এরপর সাপটিকে জঙ্গলের গভীরে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়।
advertisement
সুশান্ত নন্দা ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “জঙ্গলের রানীদের প্রণাম।” তিনি জানিয়েছেন, এটি ছিল রোশনির প্রথম কিং কোবরা রেসকিউ, যদিও তিনি ইতিমধ্যে ৮০০-রও বেশি বিষাক্ত ও অবিষাক্ত সাপ উদ্ধার করেছেন। ভিডিওটি দেখে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা বইছে।
আরও পড়ুন: বিছে এগোতেই ভয়ঙ্কর ক্ষেপে গেল কোবরা! দেখুন সেই ৬ সেকেন্ডের শ্বাসরুদ্ধকর ভাইরাল ভিডিও
একজন ইউজার লিখেছেন, “কুইন হ্যান্ডেলড দ্য কিং।” আরেকজন লিখেছেন, “আইএএস অফিসারদের থেকেও বেশি সম্মান পাওয়া উচিত এই ধরনের ফিল্ড স্টাফদের।” আর একজন মন্তব্য করেছেন, “সালাম এই সাহসিকতাকে।”
পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, জি.এস. রোশনি গত ৮ বছর ধরে কেরালার বন দপ্তরে কাজ করছেন। তিনি এতদিনে ৮০০-রও বেশি সাপ রেসকিউ করেছেন, তবে এই প্রথমবার তিনি কিং কোবরা সামলেছেন, এবং সেটিও করেছেন অনবদ্যভাবে। তিনি আজ শুধুমাত্র এক বন আধিকারিক নন, বরং প্রকৃত সাহসিকতার এক প্রতীক হয়ে উঠেছেন।