TRENDING:

Snake Bite News: এত ভয়ঙ্কর দাঁত! ১ বছরের শিশুর কামড়ে প্রাণ গেল মারাত্মক বিষাক্ত কোবরার!

Last Updated:

Snake Bite News: বিহারের পশ্চিম চম্পারণে এক বছরের শিশু গোবিন্দ কুমার দাঁতে কামড়ে মেরে ফেলল একটি জীবন্ত কোবরা সাপ। সাপটি মারা যায়, আর শিশু অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসকরা অবাক হয়ে যান...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চম্পারণ: এক বছরের শিশুর হাতে কোবরা সাপের মৃত্যু? শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বিহারের পশ্চিম চম্পারণ জেলার মোহাচ্ছি ব্যাংকটওয়া গ্রামে। এই গ্রামের ছোট্ট শিশু গোবিন্দ কুমার খেলার ছলে একটি জীবন্ত কোবরা সাপকে দাঁতে কামড় দিয়ে মেরে ফেলেছে। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এত ভয়ঙ্কর দাঁত! ১ বছরের শিশুর কামড়ে প্রাণ গেল মারাত্মক বিষাক্ত কোবরার!
এত ভয়ঙ্কর দাঁত! ১ বছরের শিশুর কামড়ে প্রাণ গেল মারাত্মক বিষাক্ত কোবরার!
advertisement

ঘটনার বিবরণ অনুযায়ী, বাড়ির উঠানে খেলছিল গোবিন্দ। সে সময় একটি কোবরা সাপ কোনওভাবে ঘরে ঢুকে পড়ে। শিশুটির দাদিমা জানিয়েছেন, প্রথমে তিনি ভাবেন গোবিন্দ খেলনা কিছু নিয়ে খেলছে। কিন্তু কাছে গিয়ে দেখতে পান, বাচ্চাটি একটি আসল সাপকে মুখে পুরে ফেলেছে এবং কামড়ে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই কোবরা সাপটি নিথর হয়ে মাটিতে পড়ে যায়, আর গোবিন্দও অজ্ঞান হয়ে যায়।

advertisement

আরও পড়ুন: ভয়ঙ্কর ধসে মুছে গিয়েছিল গোটা পরিবার…! স্মৃতিকে আঁকড়ে ধরেই রেস্তোরাঁর নাম ‘জুলাই ৩০’ রাখলেন ব্যক্তি…

তাকে দ্রুত গ্রামের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার উন্নতির জন্য বেত্তিয়া সরকারি মেডিক্যাল কলেজে রেফার করা হয়। হাসপাতালের সুপার ডঃ দুবাকান্ত মিশ্র জানান, এখনো পর্যন্ত শিশুটির শরীরে বিষক্রিয়ার কোনও লক্ষণ দেখা যায়নি, তবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

advertisement

এই ঘটনা নতুন নয়। ঠিক এমনই আরেকটি ঘটনা ঘটেছিল গত বছর গয়ার জামুহার গ্রামে। সেখানে এক বছরের একটি শিশু ছাদের উপর খেলতে খেলতে একটি সাপকে খেলনা ভেবে কামড়ে দেয়। সাপটি মারা যায়, এবং শিশুটি অল্পের জন্য রক্ষা পায়।

আরও পড়ুন: ইলিশ খেতে ভালবাসেন! বাজারে গেলে ভাল চওড়া ইলিশ কীভাবে চিনবেন জানুন…

advertisement

এই ধরনের ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দেয়, ছোটদের নজরদারি কতটা জরুরি। একইসঙ্গে বিস্ময় জাগায় এই শিশুদের সাহস ও অনন্য প্রতিক্রিয়াশীলতা। যদিও চিকিৎসকরা সাবধান করছেন, এ ধরনের ঘটনা প্রাণঘাতী হতে পারে, তাই কোনওভাবেই অবহেলা নয়।

একটি শিশুর দাঁতই যেখানে মৃত্যুর কারণ হতে পারে, সেখানে ‘অবিশ্বাস্য’ শব্দটাও যেন ছোট হয়ে যায়।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Snake Bite News: এত ভয়ঙ্কর দাঁত! ১ বছরের শিশুর কামড়ে প্রাণ গেল মারাত্মক বিষাক্ত কোবরার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল