TRENDING:

Snake Bite Incident: স্বামীকে বিষাক্ত সাপের ছোবল, সিনেমার স্টাইলে 'শুষে' বিষ বের করল স্ত্রী! তারপর যা হল...

Last Updated:

Snake Bite Incident: ফিরোজাবাদের থানার নারখি এলাকার গোঁছ কা বাগ গ্রামের প্রদীপকে একটি বিষধর সাপ কামড় দেয়। স্ত্রী সুমন এই খবর পাওয়া মাত্রই দৌড়ে বাইরে আসেন। তিনি কোনো দেরি না করে চলচ্চিত্রের কায়দায় শুষে বিষ বের করতে চেষ্টা করেন, তারপর যা হল, বিস্তারিত জানুন...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
েফিরোজাবাদ: ফিরোজাবাদের নারখি থানা এলাকার গোঁছ কা বাগ গ্রামে এক বিষাক্ত সাপ স্বামী প্রদীপকে দংশন করল। স্ত্রীর কাছে খবর পৌঁছানো মাত্রই তিনি বাড়ির বাইরে দৌড়ে আসেন এবং বিন্দুমাত্র দেরি না করে চলচ্চিত্রের কায়দায় স্বামীর শরীর থেকে বিষ চুষে বের করার চেষ্টা করেন। কিন্তু এর ফলে স্বামী-স্ত্রী দুজনেরই শারীরিক অবস্থা গুরুতর হয়ে পড়ে।
স্বামীকে বিষাক্ত সাপের ছোবল, সিনেমার স্টাইল 'চুষে' বিষ বের করল স্ত্রী! তারপর যা হল...
স্বামীকে বিষাক্ত সাপের ছোবল, সিনেমার স্টাইল 'চুষে' বিষ বের করল স্ত্রী! তারপর যা হল...
advertisement

ফিরোজাবাদের নারখি থানা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। গ্রামের বাসিন্দা প্রদীপ বাড়ির বাইরে কাজ করছিলেন, ঠিক তখনই একটি বিষাক্ত সাপ লুকিয়ে থেকে তাকে দংশন করে। প্রদীপ ব্যথায় চিৎকার করলে তার স্ত্রী সুমন ছুটে আসেন।

আরও পড়ুন: বিয়ের মাত্র ১৩ দিনের মাথায় ১৯ বছরের নববধূর মর্মান্তিক পরিণতি! শ্বশুরবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ…

advertisement

স্বামীকে এই অবস্থায় দেখে তিনি কিছু না ভেবেই সাপ যেখানে কামড়েছিল, সেখানেই মুখ লাগিয়ে বিষ চুষতে শুরু করেন। তবে এই প্রচেষ্টায় বিষ তার শরীরেও প্রবেশ করে এবং তিনি অসুস্থ হয়ে পড়েন।

পুরো পরিবার আতঙ্কে, দুজনকেই হাসপাতালে ভর্তি: এই ঘটনা জানাজানি হতেই পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত স্বামী-স্ত্রীকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানান, সাপে কাটার পর এভাবে বিষ চুষে বের করার চেষ্টা করা খুবই বিপজ্জনক হতে পারে।

advertisement

প্রদীপের ভাই বলেন, “আমার ভাইকে সাপে কামড়ানোর পর ভাবি তাকে বাঁচানোর জন্য চলচ্চিত্রের মতো বিষ চুষতে শুরু করেন, কিন্তু এতে তার নিজের অবস্থাও খারাপ হয়ে যায়। আমরা দুজনকেই হাসপাতালে ভর্তি করেছি এবং তারা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।”

আরও পড়ুন: দুধের মধ্যে বিষ মিশিয়ে সন্তানদের খাওয়ালেন ব্যক্তি! জানুন এক পাষণ্ড বাবার হাড়হিম করা ঘটনা…

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

বিশেষজ্ঞদের পরামর্শ: চিকিৎসকদের মতে, সাপে কাটলে মুখ দিয়ে বিষ চুষে বের করা মোটেও নিরাপদ পদ্ধতি নয়। এটি প্রচলিত ভুল ধারণা এবং এতে আক্রান্ত ব্যক্তির পাশাপাশি সাহায্যকারীও ঝুঁকিতে পড়তে পারেন। তাই এমন পরিস্থিতিতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Snake Bite Incident: স্বামীকে বিষাক্ত সাপের ছোবল, সিনেমার স্টাইলে 'শুষে' বিষ বের করল স্ত্রী! তারপর যা হল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল