TRENDING:

বিয়ের আগে হবু কনের ঘরে ঢুকল বর, কেউ বেরচ্ছে না দেখে হাজির গোটা পরিবার, দরজা খুলতেই সবার চক্ষু চড়কগাছ

Last Updated:

Sitapur News: মেঝেতে পড়ে রয়েছে হবু বর-কনের মৃতদেহ। আনন্দের পরিবেশ মুহূর্তে বদলে গেল শোকে। উত্তর প্রদেশের সীতাপুর জেলার মিঠোরা গ্রামের ঘটনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সীতাপুর: একটু পরেই গায়ে হলুদ শুরু হবে। আত্মীয়স্বজনরা এসে গিয়েছে। কিন্তু কনে কোথায়? মেয়ের ঘরের দরজা খুলতেই আঁতকে উঠল সবাই। মেঝেতে পড়ে রয়েছে হবু বর-কনের মৃতদেহ। আনন্দের পরিবেশ মুহূর্তে বদলে গেল শোকে। উত্তর প্রদেশের সীতাপুর জেলার মিঠোরা গ্রামের ঘটনা।
বিয়ের আগে হবু কনের ঘরে ঢুকল বর, কেউ বেরচ্ছে না দেখে হাজির গোটা পরিবার
বিয়ের আগে হবু কনের ঘরে ঢুকল বর, কেউ বেরচ্ছে না দেখে হাজির গোটা পরিবার
advertisement

জানা গিয়েছে, বিয়ের আগের রাতে হবু বর, কনের বাড়িতে এসেছিলেন। স্থানীয় মন্দিরে তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। বর-কনে রাতে একঘরেই ছিলেন। সকালে কেউ বাইরে না আসায় বাড়ির সদস্যরা দরজা খুলে দেখেন এই কাণ্ড।

আরও পড়ুন– ‘আমি প্রাক্তন আইপিএস, বিদেশমন্ত্রীর সহপাঠী ছিলাম’, পুলিশ গ্রেফতার করতেই হুঁশিয়ারি কোটিপতির! হেসে ফেললেন অফিসাররা

advertisement

খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত যুবকের পরিবারের অভিযোগ, মেয়েটির জামাইবাবু এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তবে এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। এসপি (দক্ষিণ) প্রভীন রঞ্জন সিং জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই বিষয়টা স্পষ্ট হবে।

পরিবারের তরফে জানানো হয়েছে, বারগাদিয়া গ্রামের গুড্ডুর (২৫) সঙ্গে মিঠোরা গ্রামের রুচির (১৮) প্রেমের সম্পর্ক ছিল। গুড্ডু পেশায় দিনমজুর। প্রায়ই রুচির বাড়িতে যেতেন। দুই পরিবারই তাঁদের সম্পর্কের কথা জানত। বিয়েতেও মত দিয়েছিলেন তাঁরা। মৃত যুবকের মামা সুনীল জানিয়েছেন, ‘সিএম সমূহিক বিবাহ’ প্রকল্পের আওতায় গুড্ডু ও রুচির বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু কোনও কারণে প্রশাসন বিয়ে পিছিয়ে দেয়।

advertisement

আরও পড়ুন– বাঁধাকপি আর ফুলকপির মধ্যেই ঘাপটি মেরে থাকে ছোট্ট ছোট্ট পোকামাকড়! তাই শুধু জলেই ধুলেই হবে না, বরং অবলম্বন করতে হবে এই সহজ উপায়

এরপর গ্রামের স্থানীয় মন্দিরেই তাঁদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। সুনীল জানিয়েছেন, বুধবার রাতে গুড্ডু রুচির বাড়িতে গিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে যখন গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য বাড়ির লোক রুচিকে ডাকতে গিয়ে দেখে, ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। কোনওরকমে দরজা খোলেন তাঁরা। তখনই নজরে আসে, মেঝেতে দু’জনের মৃতদেহ পড়ে রয়েছে। খবর ছড়িয়ে পড়তেই গ্রামের লোক জড়ো হয়ে যায়। এরপর পুলিশ এসে মৃতদেহগুলি পোস্টমর্টমের জন্য পাঠায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

মৃত যুবকের পরিবারের অভিযোগ, ঘটনার দুই-তিন দিন আগে রুচির জামাইবাবুর সঙ্গে প্রচণ্ড ঝগড়া হয়েছিল গুড্ডুর। আসলে বিয়েতে তাঁর মত ছিল না। তাঁদের অভিযোগ, দু’জনের হত্যার পিছনে জামাইবাবুর হাত রয়েছে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছন এএসপি (দক্ষিণ) প্রভীন রঞ্জন সিং এবং মহমুদাবাদ সিও সতীশ চন্দ্র শুক্লা। ফরেনসিক দলও যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এএসপি জানিয়েছেন, পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বিয়ের আগে হবু কনের ঘরে ঢুকল বর, কেউ বেরচ্ছে না দেখে হাজির গোটা পরিবার, দরজা খুলতেই সবার চক্ষু চড়কগাছ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল