TRENDING:

Sita Navami 2021: কঠিন সময় করুন সীতা মায়ের আরাধনা, ফিরবে ভাগ্য, কেটে যাবে সব বিপদ, জানুন তিথি

Last Updated:

এই পূজা বৈবাহিক জীবনে সুখ নিয়ে আসে। স্বামী দীর্ঘ আয়ু লাভ করে থাকেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Sita Navami 2021: সে এক বৈশাখ মাসের উত্তপ্ত কাল। শুধু গ্রীষ্মকালের খর রোদই যে পীড়িত করে রেখেছিল আর্যাবর্তকে, এমনটা বললে অবশ্য ভুল হবে। সঙ্গে রয়েছে চার দিকে সমুদ্র দিয়ে ঘেরা, ত্রিকূট পর্বতের উপরে অবস্থিত রাক্ষসের দুর্ভেদ্য দুর্গ লঙ্কার প্রভাবও। ব্রহ্মার বরে প্রায় অবধ্য হয়ে উঠেছেন সেই স্বর্ণ দ্বারা প্রস্তুত দুর্গের অধিপতি দশানন। তাঁর করাল গ্রাসে রয়েছে মূলত দু'টি দিক- ভূমি এবং ধর্ম। একের পর এক যোদ্ধাদের পরাস্ত করে তিনি রাক্ষসরাজ্যের সীমানা বর্ধিত করে চলেছেন, আর্যাবর্তের বিশাল ভূমির অনেকটাই এখন তাঁর শাসনের অধীনে। অন্য দিকে, দেবতাদের পরাজিত করেছেন তিনি, নবগ্রহকে বেঁধে রেখেছেন নিজের প্রাসাদে, ব্রাহ্মণদের দিচ্ছেন না ধর্মাচরণের অধিকার। যাঁরা জপ-তপে মগ্ন, সেই সব ঋষিদের হত্যা করে তাঁদের রক্ত তিনি ছড়িয়ে দিচ্ছেন ভূমিতে, যাতে তা অনুর্বর হয়ে যায়।
advertisement

এ হেন এক পরিস্থিতিতেই ঋষিদের পরামর্শে মিথিলার ধার্মিক প্রজাপালক রাজা জনক প্রবৃত্ত হলেন এক মহাযজ্ঞ। অবশ্য শুধু যজ্ঞই নয়, ঋষিদের পরামর্শে তাঁকে নিজে হাতে করতে হবে হলকর্ষণও, তবেই বন্ধ্যা ভূমি পুনরায় ঊষর হয়ে উঠবে। ঋষিরা ঘোষণা করেছিলেন বৈশাখ মাসের শুক্লপক্ষে সেই মহাযজ্ঞে প্রারম্ভ হোক! আর রাজা হলকর্ষণ করবেন পুণ্য নবমী তিথিতে। সেই মতো রুক্ষ ভূমিতে সাজিয়ে রাখা হয়েছে দুই বিশাল বৃষ, তাঁদের শৃঙ্গ-দেহ চর্চিত হয়েছে চন্দনে-সিঁদুরে; গলায় দেওয়া হয়েছে মঙ্গলমালা। রাজা জনক যথাসময়ে সেই বৃষদের সাহায্যে শুরু করলেন হলচালনা, রুক্ষ ভূমির বুকে বসে যেতে থাকল লাঙলের দাগ, উড়তে থাকল ধুলো।

advertisement

কিন্তু আচমকাই সেই ধুলোর ঝড়ের মধ্যেও বুঝতে পারলেন রাজা- একটা কিছুতে ঠেকে গিয়েছে লাঙল, আর এগোনো যাচ্ছে না। অতঃপর হলকর্ষণ বন্ধ করে শুরু হল মাটি খোঁড়া। আর দেখতে দেখতে পাওয়া গেল পেটিকায় শয়ান এক অপূর্ব সুন্দরী কন্যা। নিঃসন্তান জনকের গৃহে সেই কন্যা নিয়ে এল আনন্দ, রাজ্যে নিয়ে এল বর্ষণ আর উর্বরতা। লাঙলের দাগকে বলা হয় সীতা আর একেও পাওয়া গিয়েছে সেই দাগের মুখে, তাই সীতা নামটাই সাব্যস্ত হল। জনকের কন্যা বলে জানকী এবং মিথিলার রাজকন্যা বলে মৈথিলী নামেও তাঁকেও চিনলেন সবাই! আজ সেই পুণ্যতিথি, মাতা সীতার জন্মজয়ন্তী। নবমী তিথি শাস্ত্রমতে শুরু হচ্ছে ২০ মে দুপুর ১২টা ২৫ মিনিট থেকে, শেষ হবে ২১ মে সকাল ১১টা ১০ মিনিটে। কিন্তু জনকের হলকর্ষণ এবং সীতাপ্রাপ্তির সূত্রে মায়ের আরাধনার পুণ্যলগ্ন ২১ মে সকাল ১১টা ১৭ মিনিট থেকে দুপুর ১টা ৫৪ মিনিট পর্যন্ত।

advertisement

বলা হয়, এই পূজা বৈবাহিক জীবনে সুখ নিয়ে আসে। স্বামী দীর্ঘ আয়ু লাভ করে থাকেন। আবার, কুমারী নারীরা এই ব্রত উদযাপন করলে পছন্দমতো স্বামীলাভ করেন বলে বিশ্বাস!

কী ভাবে উপাসনা করতে হয় মাতা সীতার?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অষ্টমী তিথিতে সকালবেলা স্নান সেরে নিয়ে সারা দিন শুদ্ধাচারে উপবাস রক্ষা করতে হয়। মাতা সীতার পছন্দের রং হলুদ, তাই এই দিনটির সন্ধ্যা পূজায় হলুদ রংকে প্রাধান্য দিতে হয়। সীতা-রামের ছবি বা মূর্তির কপালে দিতে হয় হলুদ এবং চন্দনের ফোঁটা। এর পর সীতা মাতাকে নিবেদন করতে হয় হলুদ ফুল, হলুদ বস্ত্র, সিঁদুর সহ শৃঙ্গারের ষোলটি সামগ্রী। সব শেষে দীপ এবং ধূপে আরতি করতে হয় দেবদম্পতির।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Sita Navami 2021: কঠিন সময় করুন সীতা মায়ের আরাধনা, ফিরবে ভাগ্য, কেটে যাবে সব বিপদ, জানুন তিথি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল