TRENDING:

Viral News: শাস্তির নামে জুনিয়রকে নগ্ন করলেন সিনিয়র ডাক্তার! একের পর এক অভিযোগ সামনে এল তার বিরুদ্ধে

Last Updated:

Sexual Harassments in Workplace: সম্প্রতি নামকরা হাসপাতালের এক সিনিয়র ডাক্তার তাঁর অধীনে থাকা জুনিয়র ডাক্তারকে শিক্ষা দেওয়ার নামে এমন শাস্তি দিয়েছেন যাতে ওই জুনিয়র ডাক্তারের শুধু মর্যাদাই ক্ষুণ্ণ হয়নি, নারীদের প্রতি ওই ডাক্তারের উগ্র মনোভাবও এতে প্রকাশ পেয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডরসেট: মানুষের পদ ও ক্ষমতাকে নিজেদের অধিকার বলে অপব্যবহারের গল্প আজকের নতুন নয়। এমতাবস্থায় মানুষ নিজেদের অধস্তনে থাকা অন্যদের মানুষ বলে গণ্যই করে না। কিছু মানুষ আবার ক্ষমতায় এতটাই মত্ত হয়ে গিয়ে প্রায়ই এমন জঘন্য কাজ করে বসে যার জন্য কোনও শাস্তিই যথেষ্ট নয় (Viral News)।
ওষুধ ও চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে অগ্রগতির পথ দীর্ঘ। মারণরোগের ওষুধ বা চিকিৎসা থেকে শুরু করে নানান পরীক্ষা নিরীক্ষা এখন নাগালের মধ্যেই। গর্ভধারণ প্রতিরোধ করারও বিভিন্ন উপায় রয়েছে। কনডোম থেকে শুরু করে গর্ভনিরোধক ট্যাবলেট গর্ভধারণ এড়ানো সুবিধাজনক পদ্ধতি এখন একাধিক এবং তা সাধারণ মানুষের নাগালের মধ্যেই!
ওষুধ ও চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে অগ্রগতির পথ দীর্ঘ। মারণরোগের ওষুধ বা চিকিৎসা থেকে শুরু করে নানান পরীক্ষা নিরীক্ষা এখন নাগালের মধ্যেই। গর্ভধারণ প্রতিরোধ করারও বিভিন্ন উপায় রয়েছে। কনডোম থেকে শুরু করে গর্ভনিরোধক ট্যাবলেট গর্ভধারণ এড়ানো সুবিধাজনক পদ্ধতি এখন একাধিক এবং তা সাধারণ মানুষের নাগালের মধ্যেই!
advertisement

সম্প্রতি নামকরা হাসপাতালের এক সিনিয়র ডাক্তার তাঁর অধীনে থাকা জুনিয়র ডাক্তারকে শিক্ষা দেওয়ার নামে এমন শাস্তি দিয়েছেন যাতে ওই জুনিয়র ডাক্তারের শুধু মর্যাদাই ক্ষুণ্ণ হয়নি, নারীদের প্রতি ওই ডাক্তারের উগ্র মনোভাবও এতে প্রকাশ পেয়েছে। ডা. এডউইন চন্দ্রহরণ পরীক্ষা নেওয়ার সময় প্রেজেন্টেশনের সঠিক উত্তর দিতে না পারায় জুনিয়র এক ডাক্তারকে জামাকাপড় খুলে ফেলতে বলেন। ঘটনা প্রকাশ্যে আসার পর ডা. চন্দ্রহরণকে বরখাস্ত করা হয়। যদিও অভিযুক্ত চিকিৎসক হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন (Sexual Harassments in Workplace)।

advertisement

আরও পড়ুন-Viral News: সোম, মঙ্গল, বুধ থাকেন প্রথম স্ত্রীর সঙ্গে; বৃহস্পতি, শুক্র ও শনিবার থাকেন দ্বিতীয় স্ত্রীর ডেরায়, এমন স্বামীর কথা শুনেছেন কখনও?

ডরসেটে  (Dorset) প্রশিক্ষণের সময়, একটি প্রেজেন্টেশনের অনুশীলনের জন্য, চন্দ্রহরণ জুনিয়র মহিলা ডক্টরকে তাঁর হোটেল রুমে ডেকে নেন, যেখানে তিনি ভুল উত্তরের জন্য শাস্তি দেওয়ার নামে তাঁর সঙ্গে অশ্লীল আচরণ করার চেষ্টা করেন। এই ঘটনার পর আরেকটি ঘটনা প্রকাশ্যে আসে যেখানে আরেক ভুক্তভোগী জানান, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট চন্দ্রহরণ তাঁকেও যখন-তখন বডি মাসাজ করে দিতে বলতেন। এর আগে, একটি কনফারেন্স চলাকালীন তিনি অন্য একজন মহিলা ডাক্তারকে তাঁর সঙ্গে হোটেলের রুম ভাগ করে নিতে বাধ্য করেছিলেন।

advertisement

আরও পড়ুন-Viral News: জঞ্জালের স্তূপে পড়ে থাকা কালো ব্যাগ খুলতেই বেরিয়ে এল বিশাল পাইথন! তার পর?

অন্য আরেকটি ঘটনার সময়, এক জুনিয়র ডাক্তার হোটেল রুমে কাজ করছিলেন, ওই সময়ে চন্দ্রহরণ তাঁর ঘাড় মালিশ করতে শুরু করে দেন এবং জুনিয়র ডাক্তার অস্বস্তিতে পড়ে তাঁকে চড়ও মারেন। ক্ষুব্ধ উভয় মহিলা ডাক্তারই এর বিরুদ্ধে আওয়াজ তুলেছেন এবং অন্যান্য মহিলাদের সমর্থন নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগ তুলেছেন।

advertisement

শাস্তির নামে জুনিয়রকে নগ্ন করলেন সিনিয়র ডাক্তার! Representative Image

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ডা. এডউইন চন্দ্রহারনকে ২০২০ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ লন্ডনের সেন্ট জর্জ ইউনিভার্সিটি হসপিটালস এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট থেকে বরখাস্ত করা হয়েছিল। কারণ ছিল একজন মহিলা ডাক্তারের যৌন নিপীড়নের অভিযোগ। সেখানে তিনি লেবার ওয়ার্ডে ১৫ বছর কাজ করেন। যদিও, চন্দ্রহরণ এই বছর হাসপাতালের ট্রাস্টের বিরুদ্ধে মামলা করার চেষ্টা করেছিলেন, তিনি দাবি করেছিলেন যে তিনি একজন ব্রিটিশ এশিয়ান হওয়ার কারণে ভুলভাবে তাঁকে বরখাস্ত করা হয়েছে। এক্ষেত্রে জাতিগত বৈষম্যের অভিযোগও অআনা হয়, যা পরে আদালত কর্তৃক প্রত্যাখ্যান করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: শাস্তির নামে জুনিয়রকে নগ্ন করলেন সিনিয়র ডাক্তার! একের পর এক অভিযোগ সামনে এল তার বিরুদ্ধে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল