TRENDING:

Seema Haider: সীমা হায়দার-সচিন মীণা-এর বাড়িতে জোর করে ঢুকে গেল এক যুবক! জানালো, 'কালো জাদুর টানে চলে এসেছি'

Last Updated:

Seema Haider: গ্রেটার নয়ডার রাবূপুরায় এক যুবক সীমা হায়দার এবং সচিন মীণা এর বাড়িতে জোর করে ঢুকে পড়েছে। যুবকের দাবি যে, তার উপর কালো জাদু করা হয়েছে, যার কারণে সে টানা চলে এসেছে। পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। যুবক মানসিকভাবে অসুস্থ বলে মনে হচ্ছে, বিস্তারিত জানুন...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়ডা: সীমা হায়দার-সচিন মীনার বাড়িতে জোর করে ঢুকে পড়ল এক যুবক, বলল– “কালো জাদুর টানে চলে এসেছি” গ্রেটার নয়ডার রাবূপুরা এলাকা থেকে এক চমকে দেওয়া ঘটনা সামনে এসেছে।
সীমা হায়দার-সচিন মীণা-এর বাড়িতে জোর করে ঢুকে গেল এক যুবক! জানালো, 'কালো জাদুর টানে চলে এসেছি'
সীমা হায়দার-সচিন মীণা-এর বাড়িতে জোর করে ঢুকে গেল এক যুবক! জানালো, 'কালো জাদুর টানে চলে এসেছি'
advertisement

সীমা হায়দার ও তার স্বামী সচিন মীনার বাড়িতে হঠাৎ করেই জোর করে ঢুকে পড়ে এক যুবক। ওই যুবকের দাবি, সীমা ও সচিন তার উপর ‘কালো জাদু’ করেছে, যার ফলে সে অজান্তেই টানা টানা চলে এসেছে তাদের বাড়ি পর্যন্ত।

আরও পড়ুন: অর্ধেক বিছানা ভাড়া দিয়েই মালামাল মহিলা! মাসে ৫০ হাজার ডলার ইনকামে শুধু ‘কাডলিং’-এর অনুমতি আছে…

advertisement

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং যুবককে হেফাজতে নেয়। তার নাম তেজস, সে গুজরাটের বাসিন্দা বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, যুবকটি মানসিকভাবে অসুস্থ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং চিকিৎসকদের সাহায্যেও তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

অন্যদিকে, সীমা হায়দার ফের শিরোনামে। পাকিস্তান থেকে আসা সীমা সম্প্রতি খবরের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন, কারণ পেহেলগাঁও হামলার প্রেক্ষিতে ভারতে থাকা পাকিস্তানি নাগরিকদের ফেরত পাঠানোর দাবি জোরাল হচ্ছে।

advertisement

আরও পড়ুন: একঘেয়ে জীবন থেকে ছুটি! স্কুটারে চেপে বসল আস্ত ষাঁড়, তারপর যা হল, দেখুন ভিডিও…

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে, সীমার আইনজীবী এপি সিং দাবি করেছেন— সীমা এখন ভারতের নাগরিক হতে চলেছেন। কারণ, উত্তরপ্রদেশ সরকার সীমা ও সচিনের সদ্যোজাত কন্যা ‘ভারতী’-র জন্ম সনদ জারি করেছে। তিনি আরও জানান, সীমা পাকিস্তানে থাকাকালীনই হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন এবং পরে সচিনকে হিন্দু মতে বিবাহ করেন।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Seema Haider: সীমা হায়দার-সচিন মীণা-এর বাড়িতে জোর করে ঢুকে গেল এক যুবক! জানালো, 'কালো জাদুর টানে চলে এসেছি'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল