https://twitter.com/buitengebieden/status/1545126064363634694?s=20&t=SLRrcxCCsGob2V3V8JY3jw
অনেকে আবার এই ভিডিওতে মজার চেয়ে বেশি স্নেহের ছোঁয়া পেয়েছেন। শুধু হাতি কেন, মানুষের ক্ষেত্রেও এমনটা হয় আকছার। ঘুমন্ত শিশুদের অনেক চেষ্টা করেও তোলা যায় না অনেকে সময়। বিশেষ করে ক্লান্ত শিশুদের জাগিয়ে তোলা একটা বিরাট কাজ বলে মনে করছেন মায়েরা।
আরও পড়ুন: ৬২০০ কোটি টাকার ঋণখেলাপি মামলার শাস্তি, বিজয় মালিয়ার ৪ মাসের জেল, ২ হাজার জরিমানা!
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে ঘাসের উপর দেদার আরামে ঘুমোচ্ছে হাতির ছানা। মা হাতি অনেক চেষ্টা করেও তাকে তুলতে না পেরে চিড়িয়াখানার রক্ষককে ডাকছে। রক্ষক এসেও হাতি ছানাকে তুলতে বেগ পাচ্ছে। পিছন থেকে বার কয়েক ঠেলা মারার পর খুদে চোখে ঘুম নিয়ে উঠছে সেই দস্যি। আর উঠেই দৌড় মায়ের কাছে। এতক্ষণ কি তবে মটকা মেরে পড়েছিল দুষ্টু হাতির শাবক? এই প্রশ্ন উঠতেই পারে। তবে তার ভাবসাব দেখে তেমনটা মনে হচ্ছে না। দেখে মনে হচ্ছে সে বেচারা সত্যিই ঘুমিয়ে কাদা হয়ে গিয়েছিল। তবে রক্ষীর ডাকে ঘুম আচমকা ভেঙে যাওয়ায় বেশ ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে ছোট্ট হাতি।
আরও পড়ুন: দেশে কার্যত নজিরবিহীন, উদ্বোধনের আগেই ব্র্যান্ডিং হয়ে গিয়েছিল শিয়ালদহ মেট্রো স্টেশন
আরামে ঘুমোনো হাতি ছানাকে তুলতে অপারগ মা সাহায্য নিচ্ছে চিড়িয়াখনার রক্ষকের, এই ভাবেই ভিডিওর ক্যাপশন দেওয়া হয়েছে।