TRENDING:

Optical Illusion: জেব্রার পালের মধ্যে বাঘটাকে চোখে পড়ছে? দৃষ্টিশক্তি আর বুদ্ধিমত্তার পরীক্ষায় আজ বসবেন না কি?

Last Updated:

Optical Illusion: সাইকোলজির বিভিন্ন তত্ত্ব বলছে, আমরা জীবনের একটা সময় পার হয়ে যাওয়ার পর জীবনের বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে যেতে নানা ঘটনার প্রভাব গ্রহণ করতে থাকি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সাইকোলজির বিভিন্ন তত্ত্ব বলছে, আমরা জীবনের একটা সময় পার হয়ে যাওয়ার পর জীবনের বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে যেতে নানা ঘটনার প্রভাব গ্রহণ করতে থাকি। তখন আমাদের মন একধরনের ফিল্টার ব্যবহার করে শুধুমাত্র আমরা যা দেখতে চাই ঠিক সেই জিনিসগুলিই দেখায়। অপটিক্যাল ইলিউশন হল এমন ধরনের বস্তু বা ছবি যা ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ দিয়ে দেখলে বিভিন্ন রকম অর্থ প্রকাশ করে এবং এতেই আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের অনেকখানিই ধরা পড়ে। কেন না, প্রত্যেকটি মানুষই তাদের নিজেদের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গীর সাহায্যে ছবিগুলিকে দেখতে চেষ্টা করে।
advertisement

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এমনই এক ছবি ভাইরাল হয়েছে। দাবি জানানো হয়েছে যে, যাঁরা সৎ ভাবে উত্তর দেবেন তাঁরা নিজদের ব্যক্তিত্বের পরীক্ষা করতে পারবেন।

আজকের চ্যালেঞ্জ হল জেব্রাদের পালের মধ্যে লুকিয়ে থাকা একটি বাঘের ছবি খুঁজে বের করতে হবে। এই অপটিক্যাল ইলিউশনটি আমাদের মস্তিষ্ক এবং এমনকী চোখের ক্ষমতাকেও পরখ করে।

চ্যালেঞ্জ হল ১০ সেকেন্ডের মধ্যে ছবির বাঘটিকে খুঁজে বের করতে হবে। এই ছবিটি একজন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার তুলেছেন। ওই ফটোগ্রাফার এবং তাঁর ক্রু টিম জেব্রাটিকে বাঁচানোর চেষ্টা করেও শেষ পর্যন্ত এগোননি, কারণ প্রকৃতির নিয়ম অনুসারে প্রাকৃতিক খাদ্যচক্রে হস্তক্ষেপ করার অধিকার নেই।

advertisement

যে কোনও জঙ্গলে এটি সাধারণ নিয়ম। বিশেষ করে তৃণাহারী প্রাণীরা খাদ্যের জন্য বিস্তীর্ণ তৃণভূমিতে দলবদ্ধ ভাবে যখন যায়, তখন শিকারী প্রাণীরা এভাবেই ওঁত পেতে বসে থাকে। তার পর সুযোগ বুঝে পালের মধ্যে থেকে শিকার টেনে নিয়ে চলে যায়। তবে এই ছবিটিতে এক পাল জেব্রার মধ্যে বাঘের ডোরাকাটা ছবি এমন ভাবে মিশে রয়েছে যে হঠাৎ দেখলে বুঝতেই পারা যায় না আদৌ সেখানে কোনও শিকারী প্রাণী রয়েছে কি না।

advertisement

আরও পড়ুন : কাতারে কাতারে মানুষ! ধর্মতলায় উপচে পড়া ভিড়! কোন রাস্তা ওয়ান ওয়ে? কোথায় যানজটের সম্ভাবনা, জানুন

আরও পড়ুন : 'ফাইলটা বের করব...' একুশের মঞ্চ থেকে কাদের নিশানা করলেন মমতা! বললেন, 'বদলা চাই না'

১০ সেকেন্ডের জন্য ছবিটি দেখার চেষ্টা করার পরেও যাঁরা লুকানো বাঘটিকে সনাক্ত করতে পারেননি তাঁদের জন্য কয়েকটি ইঙ্গিত দেওয়া রইল-

advertisement

১. পাঠকদের ছবির উপরের থেকে নিচের দিকে তাকাতে হবে।

২. ঠিক কোণের দিকে দেখার চেষ্টা করুন, বিশেষ করে জেব্রাদের ছোট দলের মধ্যে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

চোখে পড়ল কি?

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: জেব্রার পালের মধ্যে বাঘটাকে চোখে পড়ছে? দৃষ্টিশক্তি আর বুদ্ধিমত্তার পরীক্ষায় আজ বসবেন না কি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল