সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এমনই এক ছবি ভাইরাল হয়েছে। দাবি জানানো হয়েছে যে, যাঁরা সৎ ভাবে উত্তর দেবেন তাঁরা নিজদের ব্যক্তিত্বের পরীক্ষা করতে পারবেন।
আজকের চ্যালেঞ্জ হল জেব্রাদের পালের মধ্যে লুকিয়ে থাকা একটি বাঘের ছবি খুঁজে বের করতে হবে। এই অপটিক্যাল ইলিউশনটি আমাদের মস্তিষ্ক এবং এমনকী চোখের ক্ষমতাকেও পরখ করে।
চ্যালেঞ্জ হল ১০ সেকেন্ডের মধ্যে ছবির বাঘটিকে খুঁজে বের করতে হবে। এই ছবিটি একজন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার তুলেছেন। ওই ফটোগ্রাফার এবং তাঁর ক্রু টিম জেব্রাটিকে বাঁচানোর চেষ্টা করেও শেষ পর্যন্ত এগোননি, কারণ প্রকৃতির নিয়ম অনুসারে প্রাকৃতিক খাদ্যচক্রে হস্তক্ষেপ করার অধিকার নেই।
advertisement
যে কোনও জঙ্গলে এটি সাধারণ নিয়ম। বিশেষ করে তৃণাহারী প্রাণীরা খাদ্যের জন্য বিস্তীর্ণ তৃণভূমিতে দলবদ্ধ ভাবে যখন যায়, তখন শিকারী প্রাণীরা এভাবেই ওঁত পেতে বসে থাকে। তার পর সুযোগ বুঝে পালের মধ্যে থেকে শিকার টেনে নিয়ে চলে যায়। তবে এই ছবিটিতে এক পাল জেব্রার মধ্যে বাঘের ডোরাকাটা ছবি এমন ভাবে মিশে রয়েছে যে হঠাৎ দেখলে বুঝতেই পারা যায় না আদৌ সেখানে কোনও শিকারী প্রাণী রয়েছে কি না।
আরও পড়ুন : 'ফাইলটা বের করব...' একুশের মঞ্চ থেকে কাদের নিশানা করলেন মমতা! বললেন, 'বদলা চাই না'
১০ সেকেন্ডের জন্য ছবিটি দেখার চেষ্টা করার পরেও যাঁরা লুকানো বাঘটিকে সনাক্ত করতে পারেননি তাঁদের জন্য কয়েকটি ইঙ্গিত দেওয়া রইল-
১. পাঠকদের ছবির উপরের থেকে নিচের দিকে তাকাতে হবে।
২. ঠিক কোণের দিকে দেখার চেষ্টা করুন, বিশেষ করে জেব্রাদের ছোট দলের মধ্যে।
চোখে পড়ল কি?