Trinamool 21st July Traffic Update: কাতারে কাতারে মানুষ! ধর্মতলায় উপচে পড়া ভিড়! কোন রাস্তা ওয়ান ওয়ে? কোথায় যানজটের সম্ভাবনা, জানুন
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Trinamool 21st July Traffic Update: একুশের সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে দলে দলে কর্মী, সমর্থকরা মিছিল করে আসতে শুরু করেছেন সমাবেশে। ভোর ৪টে থেকে কলকাতার বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করছে কলকাতা পুলিস। প্রশাসন সূত্রে খবর ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত টানা ১৭ ঘণ্টা নিয়ন্ত্রণ থাকবে যান চলাচল।
advertisement
advertisement
advertisement
যে সমস্ত রাস্তা ওয়ান ওয়ে: বৃহস্পতিবার ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত যে সমস্ত রাস্তা ওয়ান ওয়ে থাকবে- আর্মহার্স্ট স্ট্রিট (উত্তর থেকে দক্ষিণমুখী) বিধান সরণির কেশব সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড (দক্ষিণ থেকে উত্তরমুখী) কলেজ স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তরমুখী) ব্রেবন রোড (উত্তর থেকে দক্ষিণমুখী) স্ট্র্যান্ড রোড (দক্ষিণ থেকে উত্তরমুখী) বিবি গাঙ্গুলী স্ট্রিট (পূর্ব থেকে পশ্চিমমুখী) বেন্টিং স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তরমুখী) এছাড়াও নিউ সিআইটি রোড, রবীন্দ্র সরণী (বি কে পাল এভিনিউ থেকে লালবাজার স্ট্রিট) প্রভৃতি রাস্তা ওয়ান ওয়ে করে দেওয়া হবে।
advertisement