TRENDING:

কেমন ভাবে করতে হয় ১৬ সোমবার ব্রত, জেনে নিন

Last Updated:

এবার জেনে নেওয়া যাক, কীভাবে করতে হয় ১৬ সোমবার ব্রত ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ত্রিদেবের এক দেব হলেন দেবাদিদেব ৷ আর সোমবার হল মহাদেবের বার ৷ তাই সোমবার একাগ্রচিত্তে তাঁর আরাধনা করলে ফল মিলবেই ৷ বিশ্বাস করা হয় যে প্রতি সোমবার উপোস করে দেবের অরাধনা করলে শিব ঠাকুর এতটাই প্রসন্ন হন যে ভক্তের জীবনে মাথা চাড়া দিয়ে ওঠা যে কোনও সমস্যা মিটে যেতে সময় লাগে না। শুধু তাই নয়, যে কোনও ধরনের বাধাও সরে যায় ৷ পরিবারে সুখ-শান্তি-সমৃদ্ধি বজায় থাকে ৷ টানা ১৬ সোমবার দেবাদিবের আরাধনায় মনের জোর বৃদ্ধি পায় ৷ ফলে জীবনের যে কোনও কাজেই সফল হতে দেরি হবে না ৷ শুধু তাই নয়, ১৬ সোমবার ব্রত করে দেবের আরাধনা করলে মনের মতো জীবনসঙ্গী পওয়ার স্বপ্ন তো পূরণ হয়ই, সেই সঙ্গে বৈবাহিক জীবনে কোনও ধরনের সমস্যা হয় না, বা হলেও কেটে যায় ৷
advertisement

আরও পড়ুন: ১৬টি সোমবার মহাদেবের উপোস করলে এই আশ্চর্যজনক উপকারগুলি মেলে

এবার জেনে নেওয়া যাক, কীভাবে করতে হয় ১৬ সোমবার ব্রত ?

• সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার জামা-কামড় পরে ঠাকুর ঘরে গিয়ে প্রথমে ভাল করে ঠাকুরের আসন, মহাদেবের ঠবি, আর পুরো ঠাকুর ঘর ভার করে পরিষ্কার করতে হবে ৷

advertisement

• এরপর দেবের ছবিতে ভাল করে সাদা চন্দন লাগিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে এক মনে পাঠ করতে হবে "ওম নম শিবায়" মন্ত্রটি।

• সেই সঙ্গে দেবের সামনে নিবেদন করতে হবে বেল পাতা এবং তাঁর পছন্দের সব ফুল। একেবারে শেষ ধাপে কপপুর জ্বালিয়ে শেষ করতে হবে দেবের পুজো।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

• উপোস ভাঙার সময় সূর্যাস্তের পর ৷ এইভাবে ১৬ সোমবার মহাদেবের উপোস করলে ফল মিলবে হাতেনাতে ৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
কেমন ভাবে করতে হয় ১৬ সোমবার ব্রত, জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল