আরও পড়ুন: ১৬টি সোমবার মহাদেবের উপোস করলে এই আশ্চর্যজনক উপকারগুলি মেলে
এবার জেনে নেওয়া যাক, কীভাবে করতে হয় ১৬ সোমবার ব্রত ?
• সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার জামা-কামড় পরে ঠাকুর ঘরে গিয়ে প্রথমে ভাল করে ঠাকুরের আসন, মহাদেবের ঠবি, আর পুরো ঠাকুর ঘর ভার করে পরিষ্কার করতে হবে ৷
advertisement
• এরপর দেবের ছবিতে ভাল করে সাদা চন্দন লাগিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে এক মনে পাঠ করতে হবে "ওম নম শিবায়" মন্ত্রটি।
• সেই সঙ্গে দেবের সামনে নিবেদন করতে হবে বেল পাতা এবং তাঁর পছন্দের সব ফুল। একেবারে শেষ ধাপে কপপুর জ্বালিয়ে শেষ করতে হবে দেবের পুজো।
• উপোস ভাঙার সময় সূর্যাস্তের পর ৷ এইভাবে ১৬ সোমবার মহাদেবের উপোস করলে ফল মিলবে হাতেনাতে ৷
advertisement
Location :
First Published :
October 22, 2018 9:00 AM IST