আরও পড়ুনঃ মেট্রোতে গেলে কোন স্টেশনের পাশে কোন কোন মণ্ডপ পাবেন, দেখুন উত্তর কলকাতার তালিকা
ঘটনস্থলে পুলিশ পৌঁছে যুবককে গ্রেফতার করেছে। যদিও যুবকের পরিচয় পুলিশ এখনও প্রকাশ্যে আনেনি। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় জয়পুরের মালভ্য নগর এলাকার জনপ্রিয় একটি মলের সামনের ব্যস্ত রাস্তায় ওই ঘটনাটি ঘটান অভিযুক্ত যুবক। একটি গাড়ির ছাদে চেপে কুড়ি টাকার নোটের বান্ডিল থেকে টাকা ওড়াতে থাকেন। আর সেই টাকা কুড়োতেই রাস্তায় সাধারণ মানুষের ভিড় জমে যায়। যার জেরে ওই রাস্তায় ব্যাপক যানজটের তৈরি হয়।
advertisement
এই ঘটনার একটি ভিডিও নেট মাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযু্ক্ত যুবক কেন এইরকম কাণ্ড ঘটালেন তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বিখ্যাত স্পেনীয় ওয়েব সিরিজ ‘মানি হেইস্ট’ একটি ডাকাত দলের গল্প। সেই ডাকাতদের পোশাক অনুকরণ করেই অভিযু্ক্ত যুবক টাকা ওড়াতে শুরু করে।