TRENDING:

Ratan Tata: ক্যানসারে আক্রান্ত বন্ধুর জীবন বাঁচিয়েছিলেন রতন টাটা! বুকে প্রয়াত শিল্পপতির মুখ আঁকলেন ব্যক্তি, জানুন কাহিনী

Last Updated:

Ratan Tata: ভারতে রতন টাটার অবদান অনস্বীকার্য। এমন অনেক কিছু তিনি তৈরি করেছেন যার সুবিধা সাধারণ মানুষ ভোগ করে চলেছেন বছরের পর বছর। টাটা ট্রাস্টের সৌজন্যে এক ব্যক্তি ক্যানসার থেকে বেঁচে ফিরেছিলেন৷ তাঁর বন্ধু তাই রতন টাটার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে বুকে রতন টাটার ট্যাটু করিয়ে ফেললেন৷ বিস্তারিত জানুন সেই কাহিনী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : রতন টাটা ৯ অক্টোবর ৮৬ বছর বয়সে মুম্বাইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে মারা যান। তাঁর মৃত্যুতে গোটা বিশ্বের শিল্পমহলে শোকের ছায়া৷ ভারতে সবচেয়ে বেশি৷ তারকা শিল্পপতির মৃত্যুর পর বেশ কয়েকদিন কেটে গিয়েছে, কিন্তু এখনও রতন টাটাকে ভুলতে পারেননি কেউ৷ এক ব্যক্তি তাঁর প্রতি সম্মান দর্শনের জন্য বুকে তাঁর ছবি ট্যাটু করিয়ে নিলেন৷ যে ছবি ইতমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে৷
বুকে ট্যাটু এঁকে প্রয়াত শিল্পপতিকে বিশেষ সম্মান ব্যক্তির
বুকে ট্যাটু এঁকে প্রয়াত শিল্পপতিকে বিশেষ সম্মান ব্যক্তির
advertisement

বিশ্বজুড়ে অনেকের হৃদয়েই এখনও বেঁচে আছেন রতন টাটা। তাঁর করে যাওয়া একাধিক প্রকল্প অগুনতি মানুষের জীবন বাঁচিয়েছে৷ এবার তাঁরাই শিল্পপতির প্রতি সম্মান জ্ঞাপন করছেন৷  এক ব্যক্তির বন্ধু দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছিলেন৷ বন্ধুকে কার্যত নতুন জীবন দান করেছিল টাটা ট্রাস্ট৷ আর তারপরই থেকেই সেই ব্যক্তি টাটার অন্ধ ভক্ত হয়ে গিয়েছিলেন৷ কতন টাটার মৃত্যুর পর তাঁর মুখে এবার সেই ব্যক্তি বুকে ছাপিয়ে নিলেন৷ ব্যাপারটা ভাইরাল হতেই নেটিজেনরা কমেন্ট করতে শুরু করেন৷ প্রত্যেকেই প্রয়াত শিল্পপতির প্রশংসা করেন, এবং এটাও মেনে নেন, যে তিনি সত্যিই একজন রত্ন ছিলেন৷

advertisement

আরও পড়ুন : আস্ত নীলগাই গিলে খেয়েছিল অজগর, পিটিয়ে পেট থেকে বের করা হল মরা বাছুর! দেখুন ভিডিও

“ভারত একজন কিংবদন্তীকে হারিয়েছে,” মুম্বই-ভিত্তিক ট্যাটু শিল্পী মহেশ চভান ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করার সময় লিখেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে লোকটি তার বুকের বাম পাশে কালো কালিতে রতন টাটার একটি প্রতিকৃতি আঁকছেন।

advertisement

কোন কারণে রতন টাটার ছবি বুকে উল্কি করালেন? সেই ব্যক্তি জানিয়েছেন,  “কয়েক বছর আগে, আমার এক বন্ধু ক্যান্সারে আক্রান্ত হয়েছিল। আমরা সব কিছু চেষ্টা করেছি, সব বড় হাসপাতাল পরিদর্শন করেছি, কিন্তু চিকিৎসার খরচ অনেক বেশি ছিল। আপনি জানেন এর জন্য কত খরচ হয়৷ অনেক সাহসী ব্যক্তিও এই ধরনের ব্যয়ের মুখোমুখি হলে ভয় পান। এমন পরিস্থিতিতে কেউ আপনাকে সাহায্য করে না৷”

advertisement

আরও পড়ুন : বরফের চাঁই মাথায় নিয়ে ছুটত! দেশের প্রথম এসি ট্রেন কোনটি জানেন?

তিনি আরও বলেন, “একজন আমাদের টাটা ট্রাস্টের কাছে যেতে বলেছিল। সেখানে খোঁজ নিয়ে জানতে পারি, ক্যান্সারের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে হবে। বন্ধুটিকে ভর্তি করার পর তার চিকিৎসা হয়,  এবং প্রায় দেড় বছর পর সে সুস্থ হয়। প্রতিদিন, তাঁর মতো অসংখ্য মানুষ আছে যাদের টাটা ট্রাস্ট সাহায্য করে। টাটা আমাদের জন্য যা করেছেন, তা কোনওদিন শোধ করতে পারব না৷”

advertisement

এই ব্যক্তি রতন টাটার কর্মকাণ্ডে অনুপ্রাণিত৷ তিনি চান বিখ্যাত শিল্পপতির মতোই অন্যদের সাহায্য করতে৷ বলছিলেন, “আমি সবসময় অন্যদের সাহায্য করার চেষ্টা করি৷ কিন্তু টাটা যা করেছেন,  তা আমি কখনই করে দেখাতে পারব না। আমি এটাই ঠিক করেছি যে, কখনও যদি আমি খুব গুরুত্বপূর্ণ কেউ হয়ে যাই, তাহলে  টাটা স্যারের মতো হতে চাই৷ যাদের প্রয়োজন তাদের সাহায্য করব। আমি তাকে বাস্তব জীবনে একজন ঈশ্বর বলেই মনে করি৷”

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ভিডিওটিতে ৭.৯ মিলিয়নেরও বেশি ভিউ জমা হয়েছে এবং এখনও সেই সংখ্যা বাড়ছে। এই ভাইরাল ভিডিওটিতে লোকেরা কীভাবে প্রতিক্রিয়া জানিয়েছে? একজন লিখেছেন, “এখন পর্যন্ত সেরা ট্যাটু৷” আর একজন যোগ করেছেন, “টাটা স্যার একজন কিংবদন্তি।” তৃতীয় একজন মন্তব্য করেছেন “কিংবদন্তিদের কখনও মৃত্যু হয় না।” চতুর্থ পোস্ট, “ভারত তার ‘রতন’ হারিয়েছে…।”

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Ratan Tata: ক্যানসারে আক্রান্ত বন্ধুর জীবন বাঁচিয়েছিলেন রতন টাটা! বুকে প্রয়াত শিল্পপতির মুখ আঁকলেন ব্যক্তি, জানুন কাহিনী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল