এর আরেকটা দিক আছে। সেটা হল মজার মজার উত্তর। যা পড়ে তাজ্জব হয়ে যান শিক্ষকরাই- এমনও হয়েছিল না কি! অনেক সময় এমন উত্তর নিয়ে মজার ছলে গল্প জমান তাঁরা। আবার অনেক সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে যায় সে সব। হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার জোগাড় হয়।
আরও পড়ুন– শীতে ত্বককে তুলতুলে রাখতে নারকেলের তেলের জুড়ি নেই, তবে ব্যবহারের রহস্যটাও না জানলেই নয়
advertisement
সম্প্রতি রাজস্থান বোর্ড পরীক্ষায় এক ছাত্রের উত্তরপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গত বছর এই পরীক্ষা হয়েছিল। চলতি বছরের পরীক্ষার আগে সেটাই সামনে এসেছে। এই ছাত্রের উত্তরপত্র পড়লে হাসি থামানো মুশকিল। সঙ্গে এটাও বোঝা যায়, আজকাল সোশ্যাল মিডিয়া শিশুমনে কতটা প্রভাব ফেলছে।
কোন প্রশ্নের কেমন উত্তর: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া উত্তরপত্রটি রাজস্থানের ঢোলপুরের একটি সরকারি স্কুলের পড়ুয়ার। দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় ভারত নিয়ে একটি প্রশ্ন করা হয়েছিল। প্রশ্নটা হল, ভারত ও পাকিস্তানের সীমান্ত কোনটা এবং এর দৈর্ঘ্য কত? এর জবাবে ওই ছাত্র লিখেছেন, ভারত-পাকিস্তান সীমান্তের নাম সীমা হায়দার, যার দৈর্ঘ্য পাঁচ ফুট ছয় ইঞ্চি। এ নিয়ে দুই দেশের মধ্যে তোলপাড় চলছে।
আরও পড়ুন– ছদ্মবেশে সেন্ট্রাল জেলে পৌঁছলেন বিচারক; তাঁকে কথক ভেবে ভিরমি খেলেন কারাবন্দিরা
ভাইরাল হয়ে যায় উত্তর: এই প্রশ্নের এ হেন উত্তর পড়ে শিক্ষক তো তাজ্জব। জানা গিয়েছে, ছাত্রের নাম অজয় কুমার। রাজস্থানের বাসেরির সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বাগথার ছাত্র। এই উত্তরপত্র ভাইরাল হওয়ার পর আলোচনা চলছে ছাত্রের স্কুল নিয়েও। যদিও ওই স্কুলের প্রধানশিক্ষক এই উত্তরপত্র তাঁদের স্কুলের নয় বলে জানিয়েছেন। কিন্তু বোর্ড পরীক্ষা যত এগিয়ে আসছে, ততই এ হেন উত্তরপত্র ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
Note: ভাইরাল কন্টেন্ট হিসেবে এই খবর করা হয়েছে ৷ News18 বাংলা এই খবরের সত্যতা বিচার করেনি ৷