TRENDING:

ভালবাসা আর পরিবারের মধ্যে যদি একটা বেছে নিতে হয়? যা ঠিক মনে হয় করেছেন মীনা, জীবন এখন কেবল যন্ত্রণাময়

Last Updated:

Churu Latest News : পরিবারের কাছে মীনা তাঁর ভালবাসার কথা গোপন করে যাননি, জানিয়েছিলেন যে তিনি রোহিতকে বিয়ে করতে চান। মীনার দাবি, পরিবার প্রথমে রাজি হলেও পরে অন্যত্র তাঁর বিয়ে ঠিক করে। এর পরই বাড়ি থেকে পালিয়ে আর্য সমাজ মন্দিরে বিয়ে করে নেন মীনা এবং রোহিত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Report: Manoj Kumar Sharma
ভালবাসা আর পরিবারের মধ্যে যদি একটা বেছে নিতে হয়? যা ঠিক মনে হয় করেছেন মীনা
ভালবাসা আর পরিবারের মধ্যে যদি একটা বেছে নিতে হয়? যা ঠিক মনে হয় করেছেন মীনা
advertisement

চুরু, রাজস্থান: লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জড ম্যারেজের টানাপোড়েন নতুন কিছু নয়। এই নিয়ে দ্বন্দ্ব এখনও চলে। এক সময়ে ভালবাসার বিয়ে সমাজে রীতিমতো গর্হিত অপরাধ ছিল। তা নিয়ে যুদ্ধ পর্যন্ত হয়েছে দুই গোষ্ঠীর মধ্যে। সংযুক্তা এবং পৃথ্বীরাজ চৌহানের প্রেমের বিয়ে নিয়ে দ্বন্দ্বের কথা এখনও ভোলেনি দেশ, চারণকবিরা তা নিয়ে গানও বেঁধেছেন। কিন্তু শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে এসেও ভালবাসার পুরুষকে আপন করার মূল্য নারীকেই দিতে হয় পরিবার ত্যাগ করে! এবার যেমনটা ঠিক ঘটেছে রাজস্থানের চুরু জেলার বিদাসরের মীনা লোহারের সঙ্গে।

advertisement

আরও পড়ুন– ম্যাচ শেষ হতেই রিঙ্কু সিংকে সপাটে চড় মারলেন কুলদীপ যাদব ! তাও একটা নয়, ভিডিও এখন ভাইরাল

জানা গিয়েছে যে মেয়ের ভালবাসার প্রশ্নে এখন রীতিমতো আলোড়িত রাজস্থানের চুরু জেলার বিদাসরের বাসিন্দা লোহার পরিবার। মেয়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন তাঁরা। ব্যাপারটা নিয়ে থানা-পুলিশও হয়েছে। মীনা লোহারের বয়স এখন ২০ বছর। তিনি পুলিশের কাছে জানিয়েছেন যে বিগত ৮ বছর ধরে তাঁরা রতনগড় এলাকায় বসবাস করছিলেন। সেই সময়েই ২২ বছর বয়সী রোহিত সিং রাজপুতের সঙ্গে তাঁর আলাপ হয়। রোহিত মীনার ভাইয়ের বন্ধু। মীনাদের বাড়িতে তাঁর যাতায়াত ছিল। একসময়ে তাঁরা একে অপরকে মন দেন, নম্বর বিনিময়ের পরে ফোনেও কথা শুরু হয়। রোহিত দিল্লিতে এসি মেকানিকের কাজ করেন, আদতে তিনিও রতনগড়েরই বাসিন্দা।

advertisement

আরও পড়ুন– কয়েক মিনিট টয়লেট ব্যবহারের বিল ৮০৫ টাকা ! বেড়াতে গিয়ে সাংঘাতিক অভিজ্ঞতা হল মহিলার, নিন্দায় সরব নেটিজেনরা

পরিবারের কাছে মীনা তাঁর ভালবাসার কথা গোপন করে যাননি, জানিয়েছিলেন যে তিনি রোহিতকে বিয়ে করতে চান। মীনার দাবি, পরিবার প্রথমে রাজি হলেও পরে অন্যত্র তাঁর বিয়ে ঠিক করে। এর পরই বাড়ি থেকে পালিয়ে আর্য সমাজ মন্দিরে বিয়ে করে নেন মীনা এবং রোহিত। ১৭ এপ্রিল, ২০২৫ তারিখে রোহিতের হাত ধরে বাড়ি ছাড়েন মীনা, এসে পোঁছন দিল্লিতে। সেখানেই আর্য সমাজ মন্দিরে ১৮ এপ্রিল, ২০২৫ তারিখে দুজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

মীনার আশঙ্কা, পরিবার তাঁর স্বামীর ক্ষতি করতে পারে, তাই সদর থানায় তিনি বিষয়টি জানিয়ে রেখেছেন। পরিবার স্বামীকে হত্যার হুমকি দিচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে, মীনার পরিবার রতনগড় থানায় মেয়ের নিখোঁজ রিপোর্ট নথিভুক্ত করেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর মীনা এবং রোহিত চুরু এসপির কাছে সুরক্ষার আবেদন করেন। তাঁদের দুজনকেই এসপি অফিস থেকে চুরু সদর থানায় নিয়ে আসা হয়। সেখানে রতনগড় থানা মীনার জবানবন্দি রেকর্ড করে। রতনগড় থেকে চুরুতে এলে পরিবার মীনাকে স্বামীকে ছেড়ে দিয়ে বাড়ি ফিরে আসতে বলে, কিন্তু তিনি রাজি হননি।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ভালবাসা আর পরিবারের মধ্যে যদি একটা বেছে নিতে হয়? যা ঠিক মনে হয় করেছেন মীনা, জীবন এখন কেবল যন্ত্রণাময়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল