পূর্বজীবন বলতে অবশ্য আগের জন্মের কথা ভাবলে ভুল হবে। সন্ন্যাস গ্রহণের পর সাধকের নাম এবং জীবনের উদ্দেশ্য বদলে যায়, সে কারণেই তার অধ্যায়কে বলা হয়ে থাকে পূর্বজীবন। বর্তমানে দেশের যে সাধককে নিয়ে সবার কৌতূহল, মহাকুম্ভ স্নানের সময় থেকেই যিনি বার বার উঠে আসছেন খবরের শিরোনামে, সেই সন্ত প্রেমানন্দ মহারাজের পূর্বজীবনের কথা এল প্রকাশ্যে।
advertisement
সোশ্যাল মিডিয়ায় বর্তমানে একটি ভিডিও ক্রমশ ভাইরাল আকার নিচ্ছে। এই ভাইরাল ভিডিওটি সন্ত প্রেমানন্দ মহারাজের আশ্রমের। এটি সেই সময়ের ঘটনা, যখন সন্ত প্রেমানন্দ মহারাজ ভক্তদের সঙ্গে কথাবার্তা বলেন। এই সময় দুজন ব্যক্তি তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন। প্রথমে তাঁরা দুজনেই সেখানে উপস্থিত অন্যান্য ভক্তদের মধ্যে বসে ছিলেন, কিন্তু যখন তাঁরা সন্ত প্রেমানন্দ মহারাজে কাছে নিজেদের পরিচয় দিলেন, তখন সবাই হতবাক হয়ে যান। এমনকি সন্ত প্রেমানন্দ মহারাজও যখন তাঁদের দুজনের নাম শুনলেন, পরিচয় জানলেন, তখন কয়েক মুহূর্তের জন্য বিহ্বল হয়ে পড়েন।
আরও পড়ুন– প্রেমানন্দ মহারাজের ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী, কলিযুগে যা ঘটতে চলেছে…শুনলে কেঁপে উঠবেন !
ওই দুই ব্যক্তি কী এমন বলেছেন, তা জানার কৌতূহল সবারই হবে। “মহারাজজি, আমরা আপনার জন্মস্থান থেকে এসেছি, আমরা আপনার গ্রাম থেকে এসেছি। ৩৮ বছর আগে আমরা আপনার সঙ্গে স্কুলে পড়তাম”, এ কথা বলেন ওই দুই ব্যক্তি! এ কথা শোনার সঙ্গে সঙ্গে সন্ত প্রেমানন্দ মহারাজ তাঁদের দেখে হতবাক হয়ে যান। অবশ্য, নিজেকে সামলে নিতে সময় লাগেনি তাঁর! পরক্ষণেই একটু হেসে তিনি বলে ওঠেন, “সে সবের এখন অনেক সময় কেটে গিয়েছে, আমি ১১-১২ বছর বয়সে সেখান থেকে চলে এসেছিলাম”।
সন্ত প্রেমানন্দ মহারাজ আরও বলেন, তিনি ওই দুই ব্যক্তির সঙ্গে স্কুলে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন, তার পরে তিনি সার্টিফিকেটটি নিয়ে পালিয়ে যান। অন্য দিকে, স্কুলের বন্ধুরা সন্ত প্রেমানন্দ মহারাজকে বলেন যে তাঁর বাণী শোনার পর থেকে আর পরিবারে দাম্পত্য কলহ হয় না, কারণ সবার ভেতরেই ঈশ্বর আছেন, এটা তাঁরা সন্ত প্রেমানন্দ মহারাজের বক্তব্য শোনার পর উপলব্ধি করতে পেরেছেন!