আরও পড়ুনঃ ফোনের নেশায় বুঁদ আপনার সন্তান? সহজ এই ৫ কাজে মিলবে হাতেগরম রেজাল্ট! কাল থেকে ছোঁবেই না মোবাইল
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট @_simple_and_calm এ প্রায়ই অবাক করা ভিডিও পোস্ট করা হয়। সম্প্রতি এমনই একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে একটি কনে প্রি-ওয়েডিং ফটোশুট করছে।মেয়েটি নৌকার পাশে শুয়ে ফটোশুট করছিল। নৌকা নদীতে চলছিল। তার হাতে একটি চুড়ি ছিল। হঠাৎ সে হাত নাড়ল এবং সেটা খুলে নদীতে পড়ে গেল। মেয়েটি তৎক্ষণাৎ সেটা ধরার জন্য ঘুরল কিন্তু সে সেটা ধরতে পারল না. ক্যামেরাম্যান তাকে জিজ্ঞাসা করল যে আসলে কি হয়েছে, তখন সে বলল যে চুড়ি নীচে পড়ে গিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ প্রবল শাসন উড়িয়ে বলিউডে পা! শাহরুখ-সলমনের সুপারহিট নায়িকা! কিন্তু শেষ ৭ বছরে কপালে জোটেনি একটিও ছবি
ভাইরাল ভিডিও-টির ক্যাপশানে লেখা আছে “….আর তুমি ভাবো যে ব্রেকআপের থেকে বড় ব্যথা আর কিছু নেই!” এই ভিডিওটি ১২ লাখ ভিউ পেয়েছে এবং অনেকেই কমেন্ট করে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছে। একজন ব্যক্তি বলেছে- ব্রেক এর থেকে অনেক বেশি কষ্ট দেয়, সেটির সঙ্গে তুলনা করা যায় না। একজন বলেছে যে সেটা হেয়ারব্যান্ড. একজন বলেছে- “এই অসাবধানতার খেসারত দিতে হয়!”