ওই যুবতীর চ্যানেলের নাম পিঙ্কি ডল। তিনি কানাডার মনট্রেলের বাসিন্দা! এই যুবতী একজন কন্টেন্ট ক্রিয়েটর। ইউটিউবে চ্যানেল তো আছেই। সেই সঙ্গে টিকটকে তিনি রাতারাতি ভাইরাল হয়েছেন। এখন তিনি প্রতিদিন ৫ লক্ষ ৮০ হাজার টাকা প্রতিদিন আয় করেন। তার জন্য তিনি শুধু ভিডিও শেয়ার করেন। কিন্তু কী সেই ভিডিও। সম্প্রতি পিঙ্কি ডল একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তিনি আইসক্রিম খেতে খেতে কথা বলছেন। তবে তাঁর কথা সাধারণের মতো নয়। ভিডিও গেম খেলার সময় যে ধরণের শব্দ হয় গেমে, ঠিক সেই সব শব্দ তিনি কথার সঙ্গে সঙ্গে মুখ দিয়ে করতে থাকেন। যা সত্যিই অবাক করা। কোটি কোটি মানুষ এই ভিডিও দেখছেন। রাতারাতি সুপারস্টার এই যুবতী। তবে এমনটা আপনিও করতে পারেন!
advertisement
যারা ভাবছেন ভ্লগ করে বা ভিডিও করে রোজগার করবেন তাদের জন্য রয়েছে টিপস। প্রথমত, যা খুশি ভিডিও বানালে চলবে না। আপনার মধ্যে এমন কিছু প্রতিভা থাকতে হবে যা মানুষ পছন্দ করবে। হতে পারে সেটা আপনি নিজে ভেবেও দারুণ কন্টেন্ট তৈরি করলেন। শুধু নাচ বা গানের সঙ্গে লিপ মিলিয়ে রিলস বানালে কিন্তু আসলে কোনও লাভ নেই। ভাল ঘুরতে যাওয়ার ভিডিও করতে পারেন।
আরও পড়ুন:
কারেন্ট ভাইরাল বিষয় নিয়ে আলোচনা বা মজার ভিডিও রিক্রেয়েট করতে পারেন। পলিটিকাল বিষয়েও মজা করতে পারেন বা আলোচনা। তবে কাউকে ছোট করে নয়। নিজের জীবনের নানা ঘটনা লোকের সামনে তুলে ধরতে পারেন। মোট কথা যেন তেন প্রকারে আপনার ভিডিওতে ইউনিক কিছু থাকতেই হবে। তবেই এমন ভাইরাল এবং রোজগার সম্ভব! তবে ক্রিয়েটিভ মানুষদের কাছে এ আর এমন কী শক্ত কাজ!