TRENDING:

গ্রহণের সময় যৌন সঙ্গম নৈব নৈব চ !

Last Updated:

আজ শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ ৷ গ্রহণ নিয়ে মানুষের মনে অনেকরকম প্রচলিত ধারণা থাকলেও বেশ কয়েকটি রীতির পিছনেই রয়েছে বৈজ্ঞানিক ব্যখ্যাও ৷ হিন্দু পুরাণ অনুযায়ী রাহু ও কেতু নামের দুই দানব চন্দ্র আর সূর্যকে গিলে নেয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আজ শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ ৷ গ্রহণ নিয়ে মানুষের মনে অনেকরকম প্রচলিত ধারণা থাকলেও বেশ কয়েকটি রীতির পিছনেই রয়েছে বৈজ্ঞানিক ব্যখ্যাও ৷ হিন্দু পুরাণ অনুযায়ী রাহু ও কেতু নামের দুই দানব চন্দ্র আর সূর্যকে গিলে নেয় ৷ এরফলেই হয় চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ ৷ আসলে ঘটনাটা কিন্তু তেমনটা নয় ৷ পৃথিবী, চাঁদ ও সূর্যের কক্ষপথের অবস্থানের উপর নির্ভর করেই হয় গ্রহণ ৷
advertisement

গর্ভবতী নারীদের নিয়েও এ সময় নানা প্রচলিত বিশ্বাস রয়েছে ৷ যাকে কুসংস্কার হিসাবেই ধরা হয় ৷ এগুলোর তেমন কোনও বৈজ্ঞানিক যুক্তি এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি ৷ গ্রহণের সময় অন্তঃসত্ত্বা নারীদের এই নিয়মগুলি মানতে বলা হয়, যেমন--

আরও পড়ুন: চন্দ্রগ্রহণের সময় কেন খাবার ফেলে দেওয়া হয় ?

• গ্রহণ চলাচালীন গর্ভবতী নারীরা ছুরি, কাঁচি বা অন্য কোনও ধাতব বা ধারালো যন্ত্রপাতির ধারে কাছে থাকতে পারবেন না ৷

advertisement

• কোনও গয়না ব্যবহার করবেন না ৷

• এ সময় তাঁরা বিছানায় সোজা হয়ে শুয়ে থাকবেন ৷ সঙ্গম করবেন না ৷ নয়তো বিকলাঙ্গ শিশু জন্ম নিতে পারে ৷

• এসব নিষেধাজ্ঞা না মানলে গর্ভস্থ শিশু ঠোঁটকাটা বা তালুকাটা অবস্থায় জন্মগ্রহণ করবে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

• কিন্তু বলা বাহুল্য এই সমসত বিশ্বাস একেবারেই ভিত্তিহীন ৷ বৈজ্ঞানিকরা জানিয়েছেন, গ্রহণের সঙ্গে গর্ভস্থ শিশুর ক্ষতি হওয়ার কোনও আশঙ্কা নেই ৷ সে মায়ের জরায়ুর মধ্যে অন্য সময়ের মতো গ্রহণের সময়েও সুরক্ষিত থাকবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
গ্রহণের সময় যৌন সঙ্গম নৈব নৈব চ !