বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়ায় রোজই অদ্ভুত ও মজার ভিডিও ভাইরাল হয়, কিন্তু সম্প্রতি সামনে আসা এই ভিডিও যেমন হাসিয়েছে, তেমনই অবাক করেছে নেটিজেনদের। তাতে দেখা যাচ্ছে, এক ময়ূর রঙিন লেজ মেলে হাঁসের মন জয় করার চেষ্টা করছে—যেন ওকে ময়ূরী ভেবে বসেছে। দৃশ্যটা দেখে কেউ কলিযুগের ফল বলছেন, কেউ আবার রসিকতা করে ‘হাইব্রিড বাচ্চা’ দেখার ইচ্ছা প্রকাশ করছেন। ভাইরাল সেই ভিডিওটি রইল নীচে, দেখে নিন, নিজেই মজা পাবেন!
advertisement
মেয়েরা কখন পায়ের উপর পা তুলে বসেন? এত দিন ভাবতেন ‘ক্রস লেগড’-এর আসল কারণ আলাদা? তা নয়…সঠিক জানুন
জবা ফুল ফুটবে টবেও! মানুন এই ৯টি নিয়ম, প্রতি দিন পুজোর ফুলে উপচে পড়বে গাছ!
ভিডিওতে যা দেখা যাচ্ছে
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মাঠের মধ্যে একটি হাঁস বসে আছে। পেছনে এসে দাঁড়িয়েছে এক ময়ূর, লেজ মেলে নাচছে। কিছুক্ষণ পর ময়ূরটি হাঁসের ওপর উঠে বসে, তারপর কিছু সময় পর সরে যায়। এই দৃশ্য দেখে বিস্মিত সবাই। ময়ূরের এই রোম্যান্স সবাইকে চমকে দিয়েছে। একজন নেটিজেন মজা করে লিখেছেন, “বিয়ের রাতের পরেই বোধহয় সত্যিটা বুঝতে পেরেছে ময়ূরভাই!”
নেটিজেনদের প্রতিক্রিয়া
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় হাসি ও কৌতূহলের ঝড় তুলেছে। কেউ লিখেছেন, “এটাই কলিযুগের প্রভাব—ময়ূরও এখন ময়ূরী আর হাঁসের মধ্যে তফাৎ বুঝতে পারছে না!” আরেকজনের মন্তব্য, “এবার বাচ্চা হলে কেমন হবে? ময়ূর-হাঁস হাইব্রিড?” কেউ একে প্রকৃতির মজার খেলা বলেছেন, আবার কেউ ময়ূরের ‘ভুল বোঝা’ নিয়ে ঠাট্টা করেছেন।
ফুটছে না বেলফুল? সাবান জলেই হবে কাজ…ভুরভুর করবে গন্ধ! সাদা ফুলে ভরে উঠবে টবের গাছ
বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি: ময়ূরের প্রণয় নাচ
ভারতের জাতীয় পাখি ময়ূর (Pavo cristatus) তার রঙিন পালক ও প্রণয় নাচের জন্য বিখ্যাত। বৈজ্ঞানিক গবেষণায় জানা যায়, পুরুষ ময়ূরীরা দীর্ঘ ও আকর্ষণীয় লেজ মেলে নাচের মাধ্যমে ময়ূরীদের আকর্ষণ করে। এই নাচ মূলত তাদের শারীরিক ও যৌন সক্ষমতার প্রদর্শন। এক গবেষণায় জানা গেছে, ময়ূরীরা মূলত ময়ূরের লেজের নিচের অংশে বেশি নজর দেয়, মাথা বা উপরের পালকে নয়। তবে এই ভিডিওতে ময়ূর হাঁসকে ময়ূরী ভেবে বসেছে, যা স্বাভাবিক আচরণ নয়।