TRENDING:

Patna Tea Seller: ২ বছরের চেষ্টাতেও পাননি চাকরি, অর্থনীতিতে স্নাতক তরুণী এখন ‘চায়ওয়ালি’

Last Updated:

Patna Tea Seller: ২৪ বছর বয়সি প্রিয়ঙ্কার প্রশ্ন, চাওয়ালা যদি হতে পারেন, তাহলে চাওয়ালি কেন নয়?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পটনা : পটনায় মহিলাদের কলেজের কাছেই চায়ের দোকান শুরু করেছেন অর্থনীতিতে স্নাতক এক তরুণী৷ দু’ বছর ধরে চেষ্টার পর চাকরি তাঁর কাছে অধরাই থেকে গিয়েছে৷ বাধ্য হয়ে চায়ের দোকান শুরু করতে হয়েছে তাঁকে৷ ২০১৯ সালে স্নাতক হওয়া প্রিয়ঙ্কা গুপ্তার পরিচয় এখন ‘চায়ওয়ালি’৷ তিনি জানিয়েছেন এমবিএ চায়েওয়ালা নামে বিখ্যাত প্রফুল বিল্লোরে তাঁর আদর্শ৷
Photo Courtesy: ANI/Twitter
Photo Courtesy: ANI/Twitter
advertisement

২৪ বছর বয়সি প্রিয়ঙ্কার প্রশ্ন, চাওয়ালা যদি হতে পারেন, তাহলে চাওয়ালি কেন নয়? সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাঁর ছবি৷ সেখানে দেখা যাচ্ছে এক দল ছাত্রছাত্রী তাঁর কাছ থেকে চা কিনে খাচ্ছেও!

আরও পড়ুন : নামের পাশে ‘ডক্টর’ পরিচয়! ৩০ বছর ধরে রাস্তার ধারে খাবার বিক্রি করছেন এই মহিলা

advertisement

প্রিয়ঙ্কার দোকানে বিভিন্ন স্বাদের চা পাওয়া যায়৷ কুলহড় চা থেকে পান চা-সবই হাজির তাঁর পশরায়৷ ১৫ থেকে ২০ টাকা দামের মধ্যে গলা ভেজাতে পারেন চাপ্রেমীরা৷ উচ্চশিক্ষিত হয়েও চায়ের দোকান শুরু করা নিয়ে কোনও দ্বিধা বা হীনমন্যতা নেই তাঁর৷ সেই মনোভাব স্পষ্ট তাঁর পাঞ্চলাইনেও৷ সেখানে তিনি বলেছেন, ‘পিনা হি পড়েগা’, অর্থাৎ পান করতেই হবে৷ সেইসঙ্গে লিখেছেন, ‘শোচ মত...চালু কর দে’, অর্থাৎ না ভেবে শুরু করে দে৷

advertisement

আরও পড়ুন : ব্রেস্ট ক্যানসারের এই ভয়ঙ্কর ধরনকে প্রতিহত করতে জাদুর মতো কাজ করে আপনার রান্নাঘরের এই মশলা

আরও পড়ুন : এই তীব্র গরমে কী করে ভাল রাখবেন পরিবারের প্রবীণদের? মনে রাখুন এই সহজ নিয়মগুলি

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রিয়ঙ্কার প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা৷ অনেকে এই প্রসঙ্গে তুলে ধরেছেন দেশে চাকরির অভাবের কথাও৷ প্রসঙ্গত এমবিএ কোর্স ছেড়ে চায়ের দোকানের ব্যবসা শুরু করেছেন মধ্যপ্রদেশের প্রফুল বিল্লোর৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Patna Tea Seller: ২ বছরের চেষ্টাতেও পাননি চাকরি, অর্থনীতিতে স্নাতক তরুণী এখন ‘চায়ওয়ালি’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল