TRENDING:

পার্লে জি-র প্যাকেটের বাচ্চা মেয়ের ছবি উধাও! এই ছেলেটি কে? জানাল কোম্পানি

Last Updated:

Parle-G Girl: পার্লে-জি বিস্কুটের প্যাকেটের সেই মিষ্টি মেয়ের ছবি উধাও!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: চায়ের কথা উঠলেই মনে আসে পার্লে জি বিস্কুটের নাম। শিশু-বৃদ্ধ সবারই প্রায় পার্লে জি বিস্কুট পছন্দের। আপনিও নিশ্চয়ই ছোটবেলায় কোনো না কোনো সময়ে পার্লে জি বিস্কুট খেয়েছেন! দেশের সর্বাধিক বিক্রিত বিস্কুট পার্লে জি।
advertisement

এই বিস্কুটের প্যাকেটে থাকা মেয়েটির ছবি বিস্কুটের মতোই জনপ্রিয়। বছরের পর বছর ধরে সেই মেয়ের ছবি প্যাকেটে দেখেই অভ্যস্ত ক্রেতারা। পার্লে জি গার্ল হিসেবে খবরে থাকা সেই মেয়েটির ছবি এখন প্যাকেট থেকে উধাও।

পার্লে কোম্পানি নিজেই তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে পার্লে জি বিস্কুটের প্যাকেটের একটি ছবি শেয়ার করেছে। সেখানে পার্লে জি-র সেই মেয়ের পরিবর্তে একটি স্মার্ট ছেলের ছবি ছাপা হয়েছে। ছবির পাশাপাশি নামও পাল্টেছে।

advertisement

আরও পড়ুন- সোনা-রুপোর থেকে বেশি দামি, এক চিমটি ধুলোর দাম ৪ কোটি টাকা! অবিশ্বাস্য হলেও সত্যি

পার্লে তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে বিস্কুটের প্যাকেট শেয়ার করেছে। তবে সেই মেয়ের ছবি  উধাও হয়ে যাওয়ার জন্য হতাশ হওয়ার দরকার নেই। কারণ পুরো গল্পটি মজার ছলে শুরু হয়েছিল।

পার্লে গার্ল কোথাও যায়নি। আসলে, ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার জেরভান জে বুনশাহ-র রসিকতার জবাব দিতে পার্লে একটি বিস্কুটের প্যাকেটে তাঁর ছবি রেখে পোস্ট করে।

advertisement

পার্লে জি -র প্যাকেটে যে ছেলেটির ছবি রয়েছে তিনি হলেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার জেরভা জে বানশাহ। বনশাহ প্রায়ই মজার ভিডিও বানান। ইনস্টাগ্রামে তাঁর ১.২৩ লাখেরও বেশি ফলোয়ার রয়েছে।

এই গল্পটি বনশাহের একটি রসিকতা দিয়ে শুরু হয়েছিল। তিনি ভিডিও শেয়ার করে জিজ্ঞাসা করেছিলেন, আপনি যখন পার্লে জি বিস্কুট কোম্পানির মালিকের সাথে দেখা করবেন, তখন আপনি তাঁকে কী বলে ডাকবেন? পার্লে স্যার, মিস্টার পার্লে নাকি পার্লে জি?

advertisement

আরও পড়ুন- বালি হল্ট! রোজ কয়েক হাজার মানুষ ট্রেন ধরেন, বলুন দেখি এই ‘হল্ট’ শব্দের মানে কী!

তাঁর এই প্রশ্নের উত্তর দেয় পার্লে। নিজেদের স্টাইলে। পার্লে জি-এর প্যাকেটের ছবির শেয়ার লেখা হয়েছে- আপনি আমাদের ও জি বলে ডাকতেই পারেন। অর্থাৎ পার্লে জি-র প্যাকেটে পার্লে গার্লের ছবি বদলাচ্ছে না।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
পার্লে জি-র প্যাকেটের বাচ্চা মেয়ের ছবি উধাও! এই ছেলেটি কে? জানাল কোম্পানি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল